শেরপুরে যাত্রী সেজে অটো ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩

বগুড়ার শেরপুরে যাত্রী সেজে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে তিন যুবককে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের বোয়ালকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃতরা- জীবন, সাজু ও সম্রাট। তাদের সকলের বাড়ি দুবরার গাড়ি এলাকায় বলে জানা গেছে। তবে ছিনতাইকারী চক্রের চারজনের মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ধুনট উপজেলার উল্লাপাড়া এলাকা থেকে যাত্রী সেজে দুই ছিনতাইকারী একটি অটোরিকশায় ওঠে শেরপুরে আসার কথা বলে। পথিমধ্যে সালফা এলাকায় এসে আরও দুইজন তাদের সঙ্গে যুক্ত হয়। পরিকল্পনা অনুযায়ী, তারা গজারিয়া রোডের একটি ফাঁকা নির্জন স্থানে এসে অটো চালককে মারধর শুরু করে এবং অটোরিকশাটি ছিনতাই করে দ্রুত গজারিয়া রোডের দিকে রওনা দেয়। আহত অটো চালকের আত্মচিৎকার শুনে দ্রুত স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। সময় নষ্ট না করে তারা দ্রুত একটি সিএনজি নিয়ে চোরদের পিছু ধাওয়া করেন। দীর্ঘ চেষ্টার পর গজারিয়া এলাকায় গিয়ে তিন চোরকে আটক করতে সক্ষম হন তারা। ক্ষুব্ধ জনতা এসময় আটককৃত তিন চোরকে গণধোলাই দ

শেরপুরে যাত্রী সেজে অটো ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩

বগুড়ার শেরপুরে যাত্রী সেজে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে তিন যুবককে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের বোয়ালকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

আটককৃতরা- জীবন, সাজু ও সম্রাট। তাদের সকলের বাড়ি দুবরার গাড়ি এলাকায় বলে জানা গেছে। তবে ছিনতাইকারী চক্রের চারজনের মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়দের বরাত দিয়ে

জানা যায়, ধুনট উপজেলার উল্লাপাড়া এলাকা থেকে যাত্রী সেজে দুই ছিনতাইকারী একটি অটোরিকশায় ওঠে শেরপুরে আসার কথা বলে।

পথিমধ্যে সালফা এলাকায় এসে আরও দুইজন তাদের সঙ্গে যুক্ত হয়। পরিকল্পনা অনুযায়ী, তারা গজারিয়া রোডের একটি ফাঁকা নির্জন স্থানে এসে অটো চালককে মারধর শুরু করে এবং অটোরিকশাটি ছিনতাই করে দ্রুত গজারিয়া রোডের দিকে রওনা দেয়।

আহত অটো চালকের আত্মচিৎকার শুনে দ্রুত স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। সময় নষ্ট না করে তারা দ্রুত একটি সিএনজি নিয়ে চোরদের পিছু ধাওয়া করেন। দীর্ঘ চেষ্টার পর গজারিয়া এলাকায় গিয়ে তিন চোরকে আটক করতে সক্ষম হন তারা। ক্ষুব্ধ জনতা এসময় আটককৃত তিন চোরকে গণধোলাই দেয়। পরে তাদেরকে শেরপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, ছিনতাইয়ের অভিযোগে তিন চোর আটক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়াধীন। পলাতক একজনকে ধরতে অভিযান চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow