শেষ মুহূর্তে মনোনয়ন পেলেন বিএনপির আরেক নেতা

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে বিকেলে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে রাতেই দলটির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির অন্যতম সদস্য কামরুজ্জমান কামরুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আজ সোমবার। এর আগের দিন রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে সাধারণ ভোটার ও নেতাকর্মীদের চাপের মুখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। তবে নাটকীয়ভাবে একই দিন রাত আনুমানিক ৯টায় বিএনপির দলীয় মনোনয়নের চিঠি পান কামরুজ্জমান কামরুল। মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে কামরুজ্জমান কামরুল বলেন, ‘গুলশানে অবস্থিত দলীয় কার্যালয় থেকে আমাকে ফোন করা হয়। পরে আমার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করা হয় এবং নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়।’ এদিকে কামরুলের অনুসারী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, ‘এটি চূড়ান্ত মনোনয়ন এবং দলের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট। তারা মনে করছেন, দলের এই সিদ্ধান্তে সুনামগঞ্জে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে এবং নির্বাচনী মাঠে দল ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারবে।’ রাজনৈতিক মহলে এই মনোনয়ন

শেষ মুহূর্তে মনোনয়ন পেলেন বিএনপির আরেক নেতা

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে বিকেলে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে রাতেই দলটির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির অন্যতম সদস্য কামরুজ্জমান কামরুল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আজ সোমবার। এর আগের দিন রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে সাধারণ ভোটার ও নেতাকর্মীদের চাপের মুখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। তবে নাটকীয়ভাবে একই দিন রাত আনুমানিক ৯টায় বিএনপির দলীয় মনোনয়নের চিঠি পান কামরুজ্জমান কামরুল।

মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে কামরুজ্জমান কামরুল বলেন, ‘গুলশানে অবস্থিত দলীয় কার্যালয় থেকে আমাকে ফোন করা হয়। পরে আমার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করা হয় এবং নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়।’

এদিকে কামরুলের অনুসারী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, ‘এটি চূড়ান্ত মনোনয়ন এবং দলের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট। তারা মনে করছেন, দলের এই সিদ্ধান্তে সুনামগঞ্জে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে এবং নির্বাচনী মাঠে দল ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারবে।’

রাজনৈতিক মহলে এই মনোনয়ন নিয়ে নানা আলোচনা চলছে। বিদ্রোহী প্রার্থিতার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দলীয় মনোনয়ন পাওয়ায় বিষয়টি স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই আসনে বিএনপির প্রাথমিকভাবে ঘোষিত ও মনোনয়নপত্র পাওয়া অন্য প্রার্থী কেন্দ্রীয় কৃষকদলের সহসাধারণ সম্পাদক আনিসুল হক বলেন, ‘সোমবার (২৯ ডিসেম্বর) বিএনপি চূড়ান্ত মনোনীত প্রার্থী হিসাবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেব।’ তিনি দাবি করছেন, তিনি দলের চূড়ান্ত মনোনীত প্রার্থী। তার বিকল্প প্রার্থী হিসেবে সংযুক্তি দিয়েছেন কামরুজ্জমান কামরুলকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow