শ্রমিক অফিস ভাঙচুরের প্রতিবাদে সড়ক অবরোধ

সিরাজগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিস ভাঙচুরের প্রতিবাদে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে আড়াই ঘণ্টা পর এ অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নিউ ঢাকা রোডের সব ব্যারিকেড তুলে নেন শ্রমিকরা। এর আগে সকাল ১০টায় শহরের চামড়া পট্টি থেকে রেলগেট পর্যন্ত নিউ ঢাকা রোডে ব্যারিকেড দিয়ে অবরোধ করেন শ্রমিকরা। এতে পুরো শহরজুড়ে সৃষ্টি হয় ভয়াবহ যানজট।  বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, গত ৩০ নভেম্বর বিকেলে ২০/৩০টি মোটরসাইকেলযোগে এসে অফিসে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় অফিসের স্টাফদেরও মারধর করা হয়েছে। দুদিন গেলেও ওই ঘটনার কোনো বিচার হয়নি। এ কারণেই সড়ক অবরোধ করা হয়েছে।  জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল ওয়াহাব বলেন, গত ২৯ নভেম্বর কাজিপুরে মোড়ে পাম্পে তেল তোলাকে কেন্দ্র করে শ্রমিকের দ্বন্দ্ব হয়। ওই ঘটনার জের ধরে গত ৩০ নভেম্বর ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসে হামলা ও ভাঙচুর এবং স্টাফদের মারধর করা হয়। বিষয়টি মীমাংসা হতে দেরি হওয়ায় সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করে। আমরা বিষয়টি জানতে পেরে নেতাদের সঙ্গে আলোচনা করে বিচারের আশ্বাস দিয়েছি। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে।  সিরাজগঞ্জ ট্

শ্রমিক অফিস ভাঙচুরের প্রতিবাদে সড়ক অবরোধ

সিরাজগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিস ভাঙচুরের প্রতিবাদে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে আড়াই ঘণ্টা পর এ অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নিউ ঢাকা রোডের সব ব্যারিকেড তুলে নেন শ্রমিকরা। এর আগে সকাল ১০টায় শহরের চামড়া পট্টি থেকে রেলগেট পর্যন্ত নিউ ঢাকা রোডে ব্যারিকেড দিয়ে অবরোধ করেন শ্রমিকরা। এতে পুরো শহরজুড়ে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। 

বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, গত ৩০ নভেম্বর বিকেলে ২০/৩০টি মোটরসাইকেলযোগে এসে অফিসে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় অফিসের স্টাফদেরও মারধর করা হয়েছে। দুদিন গেলেও ওই ঘটনার কোনো বিচার হয়নি। এ কারণেই সড়ক অবরোধ করা হয়েছে। 

জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল ওয়াহাব বলেন, গত ২৯ নভেম্বর কাজিপুরে মোড়ে পাম্পে তেল তোলাকে কেন্দ্র করে শ্রমিকের দ্বন্দ্ব হয়। ওই ঘটনার জের ধরে গত ৩০ নভেম্বর ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসে হামলা ও ভাঙচুর এবং স্টাফদের মারধর করা হয়। বিষয়টি মীমাংসা হতে দেরি হওয়ায় সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করে। আমরা বিষয়টি জানতে পেরে নেতাদের সঙ্গে আলোচনা করে বিচারের আশ্বাস দিয়েছি। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে। 

সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর মো. মোফাখখারুল ইসলাম জানান, সকালে সড়ক অবরোধ করেছিল শ্রমিকরা। দুপুর সাড়ে ১২টার পর তারা ব্যারিকেড তুলে নিয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow