সংবর্ধনাস্থলের ক্ষতি পুষিয়ে নিতে আমিনুল হকের নেতৃত্বে বিএনপির বৃক্ষরোপণ

​কোনো ধরনের প্রোপাগান্ডা বা ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, জনগণের কল্যাণে সব ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ডে বিএনপি সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ​শনিবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ৩০০ ফুট মহাসড়কের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জনসমাগমের চাপে ক্ষতিগ্রস্ত গাছপালার ক্ষতি পুষিয়ে নিতে এই উদ্যোগ নেওয়া হয়। ​আমিনুল হক বলেন, ‘সংবর্ধনা অনুষ্ঠানে আসা মানুষের চাপে কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজ সেখানে নিমসহ বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করছি। ইতোমধ্যে ৩০০টির মতো চারা সংগ্রহ করা হয়েছে, প্রয়োজনে এর সংখ্যা আরও বাড়ানো হবে।’ ​পরিবেশ রক্ষা ও শহর পরিচ্ছন্ন রাখার প্রতি গুরুত্বারোপ করে তিনি আরও জানান, ‘সংবর্ধনা উপলক্ষে লাগানো সব ব্যানার ও ফেস্টুন পর্যায়ক্রমে অপসারণ করা হচ্ছে। গত শুক্রবার থেকেই পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কার্যক্র

সংবর্ধনাস্থলের ক্ষতি পুষিয়ে নিতে আমিনুল হকের নেতৃত্বে বিএনপির বৃক্ষরোপণ

​কোনো ধরনের প্রোপাগান্ডা বা ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, জনগণের কল্যাণে সব ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ডে বিএনপি সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

​শনিবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ৩০০ ফুট মহাসড়কের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জনসমাগমের চাপে ক্ষতিগ্রস্ত গাছপালার ক্ষতি পুষিয়ে নিতে এই উদ্যোগ নেওয়া হয়।

​আমিনুল হক বলেন, ‘সংবর্ধনা অনুষ্ঠানে আসা মানুষের চাপে কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজ সেখানে নিমসহ বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করছি। ইতোমধ্যে ৩০০টির মতো চারা সংগ্রহ করা হয়েছে, প্রয়োজনে এর সংখ্যা আরও বাড়ানো হবে।’

​পরিবেশ রক্ষা ও শহর পরিচ্ছন্ন রাখার প্রতি গুরুত্বারোপ করে তিনি আরও জানান, ‘সংবর্ধনা উপলক্ষে লাগানো সব ব্যানার ও ফেস্টুন পর্যায়ক্রমে অপসারণ করা হচ্ছে। গত শুক্রবার থেকেই পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে।’

​আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘তারেক রহমানের ঘোষিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। তিনি দাবি করেন, ষড়যন্ত্রকারীরা যতই চেষ্টা করুক, ভোটের মাঠে জনগণ তাদের উপযুক্ত জবাব দেবে।

কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow