সংবাদপত্রের অফিসে হামলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নিন্দা

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে তারা বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ প্রকাশের স্বাধীনতা একটি দেশ ও সমাজের অপরিহার্য ভিত্তি। অথচ দুঃখজনকভাবে সংবাদপত্রের কার্যালয়ে হামলা চালিয়ে সেই স্বাধীনতার উপর সরাসরি আঘাত করা হয়েছে। নেতারা আরও বলেন, সংবাদপত্র বা সাংবাদিকদের মতের সঙ্গে দ্বিমত থাকতে পারে, কিন্তু তাই বলে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি অশুভ বার্তা ও অসহিষ্ণু প্রবণতার বহিঃপ্রকাশ। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

সংবাদপত্রের অফিসে হামলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নিন্দা

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ প্রকাশের স্বাধীনতা একটি দেশ ও সমাজের অপরিহার্য ভিত্তি। অথচ দুঃখজনকভাবে সংবাদপত্রের কার্যালয়ে হামলা চালিয়ে সেই স্বাধীনতার উপর সরাসরি আঘাত করা হয়েছে।

নেতারা আরও বলেন, সংবাদপত্র বা সাংবাদিকদের মতের সঙ্গে দ্বিমত থাকতে পারে, কিন্তু তাই বলে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি অশুভ বার্তা ও অসহিষ্ণু প্রবণতার বহিঃপ্রকাশ।

তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow