সংসদ নির্বাচন:  রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন শুরু কাল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা বৈধ-অবৈধ ঘোষণায় রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে আপিল আবেদন গ্রহণ শুরু করবে নির্বাচন কমিশন। যা চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। রোববার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন এ তথ্য জানায়। ইসি কর্মকর্তা জানান, নির্বাচনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে সারাদেশে ৩০০ আসনে মনোনয়নপত্র গ্রহণ হয়েছে ৩ হাজার ৪০৬ টি, দাখিল ২ হাজার ৫৬৮ টি এর মধ্যে বৈধ প্রার্থীর মনোনয়নের সংখ্যা ১ হাজার ৮৪২ টি আর বাতিল করা ৭২৩ টি মনোনয়নপত্র। বৈধ-অবৈধ প্রার্থী মনোনয়নে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) অফিস সময়ের মধ্যে এসব আপিল আবেদন গ্রহণ করা হবে। তফসিল অনুযায়ী,রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাত

সংসদ নির্বাচন:  রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন শুরু কাল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা বৈধ-অবৈধ ঘোষণায় রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে আপিল আবেদন গ্রহণ শুরু করবে নির্বাচন কমিশন। যা চলবে ৯ জানুয়ারি পর্যন্ত।

রোববার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন এ তথ্য জানায়।

ইসি কর্মকর্তা জানান, নির্বাচনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে সারাদেশে ৩০০ আসনে মনোনয়নপত্র গ্রহণ হয়েছে ৩ হাজার ৪০৬ টি, দাখিল ২ হাজার ৫৬৮ টি এর মধ্যে বৈধ প্রার্থীর মনোনয়নের সংখ্যা ১ হাজার ৮৪২ টি আর বাতিল করা ৭২৩ টি মনোনয়নপত্র। বৈধ-অবৈধ প্রার্থী মনোনয়নে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) অফিস সময়ের মধ্যে এসব আপিল আবেদন গ্রহণ করা হবে।

তফসিল অনুযায়ী,রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow