সখীপুরে শিশু অপহরণ: ৭ ঘণ্টার মধ্যে জীবিত উদ্ধার

টাঙ্গাইলের সখীপুর উপজেলার পৌরসভার ফলপট্টি এলাকা থেকে অপহৃত এক শিশুকে মাত্র ৭ ঘণ্টার মধ্যে জীবিত উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে পৌরসভাস্থ পাবলিক টয়লেটের সামনে এ অপহরণের ঘটনা ঘটে। অপহৃত শিশুটি বড়চওনা ইউনিয়নের কুতুবপুর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী দম্পতি সোহেল রানা ও নুরজাহান বেগমের ৭ মাস বয়সী ছেলে নুর মোহাম্মদ। তাদের আরেকটি সন্তান রয়েছে—৮ বছর বয়সী ছেলে নুরজামাল। দম্পতি দুজনেই দৃষ্টি প্রতিবন্ধী। ভুক্তভোগী নুরজাহান বেগম জানান, ঘটনার দিন তিনি ৭ মাসের শিশু নুর মোহাম্মদকে নিয়ে তালতলা চত্বরে ভিক্ষা করতে আসেন। এ সময় শিশুটিকে বাইরে রেখে টয়লেটে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্বপ্না (৩৬) নামের এক নারী দ্রুত শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। নুরজাহানের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে খোঁজাখুঁজি করলেও সন্ধান পাননি। পরে খবর পেয়ে নুরজাহানের স্বামী সোহেল রানা স্থানীয়দের সহযোগিতায় সখীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এনায়েতপুর এলাকা থ

সখীপুরে শিশু অপহরণ: ৭ ঘণ্টার মধ্যে জীবিত উদ্ধার

টাঙ্গাইলের সখীপুর উপজেলার পৌরসভার ফলপট্টি এলাকা থেকে অপহৃত এক শিশুকে মাত্র ৭ ঘণ্টার মধ্যে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে পৌরসভাস্থ পাবলিক টয়লেটের সামনে এ অপহরণের ঘটনা ঘটে। অপহৃত শিশুটি বড়চওনা ইউনিয়নের কুতুবপুর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী দম্পতি সোহেল রানা ও নুরজাহান বেগমের ৭ মাস বয়সী ছেলে নুর মোহাম্মদ। তাদের আরেকটি সন্তান রয়েছে—৮ বছর বয়সী ছেলে নুরজামাল। দম্পতি দুজনেই দৃষ্টি প্রতিবন্ধী।

ভুক্তভোগী নুরজাহান বেগম জানান, ঘটনার দিন তিনি ৭ মাসের শিশু নুর মোহাম্মদকে নিয়ে তালতলা চত্বরে ভিক্ষা করতে আসেন। এ সময় শিশুটিকে বাইরে রেখে টয়লেটে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্বপ্না (৩৬) নামের এক নারী দ্রুত শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। নুরজাহানের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে খোঁজাখুঁজি করলেও সন্ধান পাননি। পরে খবর পেয়ে নুরজাহানের স্বামী সোহেল রানা স্থানীয়দের সহযোগিতায় সখীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এনায়েতপুর এলাকা থেকে মাত্র ৭ ঘণ্টার মধ্যে শিশুটিকে জীবিত উদ্ধার করে।

এ ঘটনায় অভিযুক্ত স্বপ্নাকে আটক করা হয়েছে। নুরজাহানের ভাষ্যমতে, স্বপ্না জেলা শহরে বেশি ভিক্ষা করে এবং মাঝে মাঝে সখীপুর বাজারেও আসে। অভিযুক্তের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কাশিমপুর এলাকায়।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow