সড়ক দুর্ঘটনায় নিরাপত্তা কর্মীর মৃত্যু, বাসে অগ্নিসংযোগ-ভাঙচুর
গাজীপুরের তারগাছ এলাকায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টসের নিরাপত্তাকর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় তারা বাসে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করেন।
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় তারগাছ এলাকায় এ ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনার নিহত নিরাপত্তা কর্মীর নাম মুন্না (৫২)। তার গ্রামের ঠিকানা ঝিনাইদাহ জেলার মহেশপুর থানা এলাকায়। তিনি তারগাছ এলাকার অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেডে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরিরত ছিলেন। আজ সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় অনন্ত পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। সঙ্গে সঙ্গে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা তারগাছ এলাকায় সড়ক অবরোধ করে আজমীরী পরিবহনের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও ৫০টির মতো গাড়ি ভাঙচুর করে। টঙ্গী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করলে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের এএসপি মোশারফ হোসেন বলেন, দুর্ঘটনার কথা শুনেছি। বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আপাতত যান চলাচল বন্ধ রয়েছে।