সড়ক দুর্ঘটনায় পাথরঘাটা কৃষক দলের সভাপতির মৃত্যু

বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী নিহত হয়েছে। তিনি পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরীর মেজো ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মারুফ চৌধুরীর চাচা উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক। শনিবার বেলা তিনটার দিকে পাথরঘাটা–বরিশাল আঞ্চলিক সড়কের পাথরঘাটার কমিউনিটি সেন্টার এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়। বরিশালে নেওয়ার পথে পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় পৌঁছালে সন্ধ্যা ৭ টার দিকে তার মৃত্যু হয়। জানা যায় দুপুরে বাসায় ভাত খেয়ে মারুফ একাই মটর সাইকেল নিয়ে বের হয়েছে। এর কিছুক্ষণ পরই সড়ক দুর্ঘটনার শিকার হন। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মংচেনলা জানান, পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তবে কি ভাবে দুর্ঘটনার শিকার হয়েছে তা এখনো জানা যায়নি। মারুফ চৌধুরীর মৃত্যুতে

সড়ক দুর্ঘটনায় পাথরঘাটা কৃষক দলের সভাপতির মৃত্যু

বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী নিহত হয়েছে। তিনি পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরীর মেজো ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মারুফ চৌধুরীর চাচা উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক।

শনিবার বেলা তিনটার দিকে পাথরঘাটা–বরিশাল আঞ্চলিক সড়কের পাথরঘাটার কমিউনিটি সেন্টার এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়। বরিশালে নেওয়ার পথে পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় পৌঁছালে সন্ধ্যা ৭ টার দিকে তার মৃত্যু হয়।

জানা যায় দুপুরে বাসায় ভাত খেয়ে মারুফ একাই মটর সাইকেল নিয়ে বের হয়েছে। এর কিছুক্ষণ পরই সড়ক দুর্ঘটনার শিকার হন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মংচেনলা জানান, পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তবে কি ভাবে দুর্ঘটনার শিকার হয়েছে তা এখনো জানা যায়নি।

মারুফ চৌধুরীর মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি শোক প্রকাশ করেছেন। এছাড়াও পাথরঘাটায় রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক অঙ্গনের শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow