সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ
বেসরকারি সংবাদভিত্তিক টেলিভিশন সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলাম পদত্যাগ করেছেন। বুধবার (১৯ নভেম্বর) সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ বরাবর তিনি লিখিত পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে ই-মেইলে পরিচালকদেরও অনুলিপি পাঠানো হয়। মোরশেদুল ইসলাম বলেন, ‘আজ বিকেলে পদত্যাগপত্র জমা দিয়েছি।’ তবে পদত্যাগের কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানাননি তিনি। ব্যক্তিগত কারণ নয়, বরং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জটিলতার কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, গত বছরের ২১ আগস্ট সময় টিভির চেয়ারম্যান হিসেবে মোরশেদুল ইসলাম যোগদান করেন। তিনি আওয়ামী লীগের সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ভাই।
বেসরকারি সংবাদভিত্তিক টেলিভিশন সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলাম পদত্যাগ করেছেন।
বুধবার (১৯ নভেম্বর) সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ বরাবর তিনি লিখিত পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে ই-মেইলে পরিচালকদেরও অনুলিপি পাঠানো হয়।
মোরশেদুল ইসলাম বলেন, ‘আজ বিকেলে পদত্যাগপত্র জমা দিয়েছি।’
তবে পদত্যাগের কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানাননি তিনি। ব্যক্তিগত কারণ নয়, বরং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জটিলতার কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, গত বছরের ২১ আগস্ট সময় টিভির চেয়ারম্যান হিসেবে মোরশেদুল ইসলাম যোগদান করেন। তিনি আওয়ামী লীগের সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ভাই।
What's Your Reaction?