ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক কে হবেন? যে কাউকে এই প্রশ্ন করলে সবার আগে আসত তাসকিন আহমেদের নাম। এছাড়া বিদেশিদের মধ্যে দাসুন শানাকাও ছিলেন যার নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রয়েছে। সাইফ, নাসির হোসেনদের নামও আসছিল কোথাও কোথাও। তবে সমর্থকদের চমকে দিয়ে আসন্ন বিপিএলের জন্য ঢাকা ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়ছে মোহাম্মদ মিঠুনকে।
টুর্নামেন্ট শুরুর আগে প্রথম অনুশীলনে মিঠুনের কাঁধে অধিনায়কের দায়িত্ব তুলে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ এই ক্রিকেটার এর আগেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। গেল বিপিএলে চট্টগ্রামের অধিনায়কের দায়িত্ব পালন করে বেশ সফল ছিলেন তিনি। সাদামাটা দল নিয়েও দলকে তুলেছেন ফাইনাল পর্যন্ত। যদিও সেখানে বরিশালের কাছে হেরে চ্যাম্পিয়ন ট্রফি হাতে নেয়া হয়নি মিঠুনদের।
চট্টগ্রাম ছাড়া বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকেও নেতৃত্ব দিয়েছেন মিঠুন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রাম, ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেড, জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খুলনা বিভাগের অধিনায়কত্ব করার রেকর্ড রয়েছে তার।
এদিকে দায়িত্ব পেয়ে নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দেন মিঠুন। তিনি বলেন, ‘আমি প্রথমে ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। উনারা আমাকে যোগ্য মনে করেছেন। আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আমার দলকে একসাথে রাখার চেষ্টা করব।’
ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড : তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল ইসলাম, দাসুন শানাকা, জুবাইরউল্লাহ আকবরী, ইমাদ ওয়াসিম, ওডিন স্মিথ, জিয়া শরিফি।