সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন : আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত ছাত্র উপদেষ্টা ছাড়াও অনেকেই নির্বাচন করবেন বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের আলাপকালে এ দাবি করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্বাচনে অংশ নেব, সে ঘোষণা দিয়েছি। ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত রয়েছেন, এমন আরও অনেকেই নির্বাচন করবেন বলে জানতে পেরেছি।’ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ করার আগে পদত্যাগ করব এবং তারপরেই নির্বাচনে অংশ নেব, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’ তবে বাকি সরকারি প্রক্রিয়া বা নির্বাচন-সংক্রান্ত অন্যান্য বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। সাংবাদিকরা জানতে চান, কোন রাজনৈতিক দল থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন, এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘রাজনৈতিক এ বিষয়ে মন্তব্য না করাই ভালো।’ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের বিরুদ্ধে যেকোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান এই উপদেষ্টা। আসিফ মাহমুদ

সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন : আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত ছাত্র উপদেষ্টা ছাড়াও অনেকেই নির্বাচন করবেন বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের আলাপকালে এ দাবি করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্বাচনে অংশ নেব, সে ঘোষণা দিয়েছি। ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত রয়েছেন, এমন আরও অনেকেই নির্বাচন করবেন বলে জানতে পেরেছি।’

নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ করার আগে পদত্যাগ করব এবং তারপরেই নির্বাচনে অংশ নেব, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

তবে বাকি সরকারি প্রক্রিয়া বা নির্বাচন-সংক্রান্ত অন্যান্য বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

সাংবাদিকরা জানতে চান, কোন রাজনৈতিক দল থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন, এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘রাজনৈতিক এ বিষয়ে মন্তব্য না করাই ভালো।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের বিরুদ্ধে যেকোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান এই উপদেষ্টা।

আসিফ মাহমুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেলে, তদন্ত করতে পারে দুদক। প্রমাণ পেলে ব্যবস্থা নেবে সরকার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow