সরকার ঘোষিত নিন্মতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়নে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান
সরকার ঘোষিত নিন্মতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়নে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের মৎস প্রক্রিয়াকরণ শ্রমিক-কর্মচারীদের সরকার ঘোষিত নিন্মতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কাছে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। বুধবার সকালে জেলার ওয়েজখালীস্থ সাআইদলা (প্রাঃ) এটারপ্রাইজ লিমিটড-এরশ্রমিক-কর্মচারীগন স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। স্মারক লিপি প্রদানের পর দুপুরে ওয়েজখালি মিলন মার্কেটে নিন্মতম মজুরি ও শ্রম আইন বাস্তবায় সংগ্রাম পরিষদের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগ্রাম পরিষদের আহ্বায়ক আলী আকবরের সভাপতিত্বে ও সদস্য মনির মিয়ার পরিচালনায় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক সাদেক মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, ধ্রবতারা সাংস্কৃতিক সংসদ সুনামগঞ্জ জেলা কমিটির
সরকার ঘোষিত নিন্মতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়নে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের মৎস প্রক্রিয়াকরণ শ্রমিক-কর্মচারীদের সরকার ঘোষিত নিন্মতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কাছে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। বুধবার সকালে জেলার ওয়েজখালীস্থ সাআইদলা (প্রাঃ) এটারপ্রাইজ লিমিটড-এরশ্রমিক-কর্মচারীগন স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। স্মারক লিপি প্রদানের পর দুপুরে ওয়েজখালি মিলন মার্কেটে নিন্মতম মজুরি ও শ্রম আইন বাস্তবায় সংগ্রাম পরিষদের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগ্রাম পরিষদের আহ্বায়ক আলী আকবরের সভাপতিত্বে ও সদস্য মনির মিয়ার পরিচালনায় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক সাদেক মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, ধ্রবতারা সাংস্কৃতিক সংসদ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সৌরভ ভূষন দেব। বক্তব্য রাখেন নিন্মতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদা বেগম, আনাস মিয়া, ঝর্না বেগম,সাবিনা বেগম, এলাকার মান্য ব্যক্তি মোঃ আফতারুর, মোঃ আলমগীর, সামাজিক সংগঠনের নেতা হাফিজুর রহমান, রেশিন মিয়া প্রমূখ।
বক্তাগন বলেন,সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিল্প স্থিতিশীলতা ও কারখানার স্বাভাবিক উৎপাদন কার্য চলমান রাখার স্বার্থে আমাদের দাবী। দীর্ঘদিন শ্রমিকরা সাপ্তাহিক ছুটি, চিকিৎসা ছুটি, উৎসব ছুটি, অর্জিত ছুটি, অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরি প্রদানসহ শ্রমআইনর প্রাপ্য সুযাগ-সুবিধা বাস্তবায়ন ও চলতি বছর থেকে নিন্মতম মজুরির গেজেট অনুযায়ী প্রাপ্য মজুরিও পরিশাধ করার আলাচনা চালিয়ে গেলেও কর্তৃপক্ষ তা আমলে নেন নাই। আমরা আমাদের আদায়ে প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ আশা করছি।
What's Your Reaction?