সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে আইসিসি। এ খবরে যখন দেশের ক্রীড়াঙ্গন তোলপাড়, তখন আলোচনার কেন্দ্রে চলে এলেন সাকিব আল হাসান।
জানা গেল, জাতীয় দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য এক সময়কার বিশ্বসেরা এই অলরাউন্ডারকে বিবেচনা করা হবে। শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বিশ্বকাপ ইস্যুর মধ্যে সাকিবের প্রসঙ্গ কীভাবে এলো প্রশ্নে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ‘আমাদের একটা এজেন্ডা ছিল ক্রিকেট অপারেশনস-এ যে, আমাদের যে ২৭ জন চুক্তিবদ্ধ হবে সেখানে প্লেয়ার তালিকা নিয়ে। গ্রেড এ, বি, সি যেগুলো ছিল। তখন আলোচনা প্রসঙ্গে আমাদের একজন ডিরেক্টর আলোচনা সাপেক্ষেই প্রস্তাবটা দিয়েছেন যে, সাকিব আল হাসান ইন্টারেস্টেড এবং সাকিবের সাথে কথা হয়েছে আমাদের, সে খেলতে চায়। (বিসিবি) প্রেসিডেন্টকে বলা হয়েছে এই বিষয়টার সরকারের সাথে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলো আছে তার নিজস্ব, সেগুলো যদি সরকার এলাউ করে বা সরকার কীভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়। কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি।’
একই
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে আইসিসি। এ খবরে যখন দেশের ক্রীড়াঙ্গন তোলপাড়, তখন আলোচনার কেন্দ্রে চলে এলেন সাকিব আল হাসান।
জানা গেল, জাতীয় দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য এক সময়কার বিশ্বসেরা এই অলরাউন্ডারকে বিবেচনা করা হবে। শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বিশ্বকাপ ইস্যুর মধ্যে সাকিবের প্রসঙ্গ কীভাবে এলো প্রশ্নে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ‘আমাদের একটা এজেন্ডা ছিল ক্রিকেট অপারেশনস-এ যে, আমাদের যে ২৭ জন চুক্তিবদ্ধ হবে সেখানে প্লেয়ার তালিকা নিয়ে। গ্রেড এ, বি, সি যেগুলো ছিল। তখন আলোচনা প্রসঙ্গে আমাদের একজন ডিরেক্টর আলোচনা সাপেক্ষেই প্রস্তাবটা দিয়েছেন যে, সাকিব আল হাসান ইন্টারেস্টেড এবং সাকিবের সাথে কথা হয়েছে আমাদের, সে খেলতে চায়। (বিসিবি) প্রেসিডেন্টকে বলা হয়েছে এই বিষয়টার সরকারের সাথে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলো আছে তার নিজস্ব, সেগুলো যদি সরকার এলাউ করে বা সরকার কীভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়। কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি।’
একই সাথে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেছেন, ‘সাকিবের সঙ্গে বোর্ড থেকে যোগাযোগ করা হলে, হোম অ্যান্ড এওয়ে দুই (ধরনের) সিরিজই খেলতে পারবে কিনা জানতে চাওয়া হয়েছে। সাকিব বলেছে (খেলতে চায়), সেখান থেকেই (বোর্ড থেকে সাকিবকে খেলানোর) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’