সাগরের অন্তিম যাত্রায় অথৈ সাগরে পরিবার

ঋণ করে কেনা ইজিবাইকটি ছিল সাগর বেপারির ছোট ছোট দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে জীবন-জীবিকা সচল রাখার একমাত্র অবলম্বন। এখন সাগরও নেই, ইজিবাইকও বাসের চাপায় ভাঙড়ি হয়ে গেছে; অথচ থেকে গেছে নগদ কিস্তি পরিশোধের দায়। এখন কীভাবে চলবে জীবন-সংসার, সন্তানদের মুখে কীভাবে দুবেলা উঠবে দুমুঠো ভাত, আর কীভাবেইবা শোধ হবে কিস্তি; সেই দুঃসহ চিন্তা অথৈ সাগরে ফেলেছে সাগরের স্ত্রী মাহফুজা বেগমকে। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় দানব হয়ে আসা একটি বাস মাদারীপুর সড়কে মাফুজা বেগম ও তার সন্তানদের জীবনে ‘কু ডাক’ রেখে যায়। সেই ডাক পৌঁছাতে সন্ধ্যাটি বিষাদসিন্ধুতে রূপ নেয় পরিবারটির জন্য। 

সাগরের অন্তিম যাত্রায় অথৈ সাগরে পরিবার

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow