সাগরে ট্রলার ডুবিতে ৪ জেলে জীবিত উদ্ধার, নিখোঁজ ২

পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে মাছ ধরতে গিয়ে সাগরে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন জেলে জীবিত উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন দুজন।  বুধবার (২৪ ডিসেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা বাঁধঘাট থেকে গত সোমবার দুপুরে ছয় জেলে নিয়ে সাগরে মাছ ধরতে রওনা হয় সিদ্দিক জোমাদ্দারের মালিকানাধীন ট্রলারটি। বুধবার রাত আনুমানিক ৩টার দিকে উত্তর-পশ্চিম দিক থেকে হঠাৎ প্রচণ্ড বাতাস হাওয়া উঠলে পাইপ বয়ার কাছে ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়ার কিছুক্ষণ পর কাছাকাছি থাকা স্থানীয় ট্রলার ঘটনাস্থলে পৌঁছে চারজন জেলেকে জীবিত উদ্ধার করে। তারা বর্তমানে কলাপাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।   নিখোঁজ জেলেরা হলেন—মো. শামীম জোমাদ্দার (৩৪) ও কিশোর সিয়াম জোমাদ্দার (১৪)। দুজনই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এদিকে নিখোঁজদের পরিবারের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে চরগঙ্গার বাতাস। প্রতীক্ষায় দিন কাটছে স্বজনদের, এক চিলতে খবরের আশায় তাকিয়ে আছেন সাগরের দিকেই।   এ বিষয়ে রাঙ্গাবালী থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। বিষয়টি খতিয়

সাগরে ট্রলার ডুবিতে ৪ জেলে জীবিত উদ্ধার, নিখোঁজ ২
পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে মাছ ধরতে গিয়ে সাগরে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন জেলে জীবিত উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন দুজন।  বুধবার (২৪ ডিসেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা বাঁধঘাট থেকে গত সোমবার দুপুরে ছয় জেলে নিয়ে সাগরে মাছ ধরতে রওনা হয় সিদ্দিক জোমাদ্দারের মালিকানাধীন ট্রলারটি। বুধবার রাত আনুমানিক ৩টার দিকে উত্তর-পশ্চিম দিক থেকে হঠাৎ প্রচণ্ড বাতাস হাওয়া উঠলে পাইপ বয়ার কাছে ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়ার কিছুক্ষণ পর কাছাকাছি থাকা স্থানীয় ট্রলার ঘটনাস্থলে পৌঁছে চারজন জেলেকে জীবিত উদ্ধার করে। তারা বর্তমানে কলাপাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।   নিখোঁজ জেলেরা হলেন—মো. শামীম জোমাদ্দার (৩৪) ও কিশোর সিয়াম জোমাদ্দার (১৪)। দুজনই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এদিকে নিখোঁজদের পরিবারের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে চরগঙ্গার বাতাস। প্রতীক্ষায় দিন কাটছে স্বজনদের, এক চিলতে খবরের আশায় তাকিয়ে আছেন সাগরের দিকেই।   এ বিষয়ে রাঙ্গাবালী থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’  কলাপাড়া কোস্টগার্ডের অভিযান দলের কমান্ডার মো. আলম বলেন, ‘এ বিষয়ে আমরা এখনো অবগত নই। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।’  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow