সাগরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

5 days ago 12

কক্সবাজারের টেকনাফের সাগরে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে হেলাল উদ্দিন (২৭) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ জেলে হেলাল উদ্দিন টেকনাফের সাবরাং ইউনিয়নের ৭ ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন নৌকার মালিক এনাম উল্লাহ।

তিনি বলেন, শনিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে টেকনাফ শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে মাছ ধরছিলো হেলাল উদ্দিন। একপর্যায়ে সাগরের বড় ঢেউয়ের আঘাতে নৌকা থেকে সে পড়ে নিখোঁজ হয়। পরে স্থানীয় অন্যান্য জেলেরা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও এখনো হদিস পাওয়া যায়নি।

টেকনাফ সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুল মান্নান বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে হেলাল উদ্দিন নামে এক জেলে নিখোঁজের ঘটনা ঘটেছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও আরিফ উল্লাহ নিজামী বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের বিষয়ে কোস্টগার্ডকে জানানো হবে, এবং তাকে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জাহাঙ্গীর আলম/এএইচ/জেএএম/জেআইএম

Read Entire Article