সাদমান-জয়ের ফিফটিতে চালকের আসনে বাংলাদেশ

মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে ২৬৫ রানে থামিয়ে ২১১ রানের লিড পাওয়ার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দারুণ শুরু পেয়েছে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটিতে ভালো ভিত্তি গড়েন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। এই দুই ব্যাটারের ফিফটিতে ১ উইকেটে ১৫৬ রানে দিন শেষ করেছে টাইগাররা, দল এগিয়ে ৩৬৭ রানে। ফলোঅনের শঙ্কা নিয়েই তৃতীয় দিন (২১ নভেম্বর) ব্যাটিংয়ে নেমেছিল আয়ারল্যান্ড। ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ৯৮ রান। তখনো তারা পিছিয়ে ছিল ৩৭৮ রানে। বিপর্যয় কাটিয়ে ষষ্ঠ উইকেটে ডোহেনিকে নিয়ে ৮১ রানের জুটি গড়েন টাকার। এই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ৭৭ বলে ৪ চারের মারে ৪৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন ডোহেনি। একই ওভারে তাইজুল শূন্য রানে ফেরান অ্যান্ডি ম্যাকব্রাইনকেও।    অষ্টম উইকেটে টাকার-নেইল মিলে ফলোঅন এড়ানোর চেষ্টা চালিয়ে যায়। তবে ৮৩ বলে ৯ চারের মারে ৪৯ রানে নেইল এবাদতের শিকার হলে ফের একা হয়ে পড়েন টাকার। শেষদিকে গভিন হোয়ে ও ম্যাথিউ হামফ্রিসরা তাকে খুব একটা সঙ্গ দিতে পারেননি। ১৭১ বলে ৭ চারের মারে ৭৫ রানে অপরাজিত থাকেন টাকার। এদিন চার উইকেট নেয়ার মধ্য দিয়ে

সাদমান-জয়ের ফিফটিতে চালকের আসনে বাংলাদেশ

মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে ২৬৫ রানে থামিয়ে ২১১ রানের লিড পাওয়ার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দারুণ শুরু পেয়েছে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটিতে ভালো ভিত্তি গড়েন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। এই দুই ব্যাটারের ফিফটিতে ১ উইকেটে ১৫৬ রানে দিন শেষ করেছে টাইগাররা, দল এগিয়ে ৩৬৭ রানে।

ফলোঅনের শঙ্কা নিয়েই তৃতীয় দিন (২১ নভেম্বর) ব্যাটিংয়ে নেমেছিল আয়ারল্যান্ড। ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ৯৮ রান। তখনো তারা পিছিয়ে ছিল ৩৭৮ রানে। বিপর্যয় কাটিয়ে ষষ্ঠ উইকেটে ডোহেনিকে নিয়ে ৮১ রানের জুটি গড়েন টাকার। এই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ৭৭ বলে ৪ চারের মারে ৪৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন ডোহেনি। একই ওভারে তাইজুল শূন্য রানে ফেরান অ্যান্ডি ম্যাকব্রাইনকেও। 
 
অষ্টম উইকেটে টাকার-নেইল মিলে ফলোঅন এড়ানোর চেষ্টা চালিয়ে যায়। তবে ৮৩ বলে ৯ চারের মারে ৪৯ রানে নেইল এবাদতের শিকার হলে ফের একা হয়ে পড়েন টাকার। শেষদিকে গভিন হোয়ে ও ম্যাথিউ হামফ্রিসরা তাকে খুব একটা সঙ্গ দিতে পারেননি। ১৭১ বলে ৭ চারের মারে ৭৫ রানে অপরাজিত থাকেন টাকার।

এদিন চার উইকেট নেয়ার মধ্য দিয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন তাইজুল।  টেস্টে যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার বনে গেছেন তিনি। এই সংস্করণে তার উইকেট ২৪৬টি। সমান উইকেট নিয়ে এতদিন এককভাবে শীর্ষে ছিলেন সাকিব। আর মাত্র এক উইকেট পেলেই টেস্ট ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে ইতিহাস গড়বেন তাইজুল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow