সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের কাছে দুটি প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের কাছে দুটি প্রশ্ন রেখেছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ বিষয়ে ২৭ ডিসেম্বর ১২টা ২১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন তিনি। মাহবুব কবীর মিলন লিখেছেন, ‘Mahfuj Alam, প্রাক্তন উপদেষ্টা, তথ্য মন্ত্রণালয়। জনাব, আপনি এখন ক্ষমতায় নেই, তাই বলারও কোনো সমস্যা থাকার কথা নয়। আপনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন। সুস্পষ্টভাবে উত্তর দেবেন প্লিজ।’ তার প্রশ্ন দুটি হলো:১. আপনি বিগত দেড় বছরেও কেন তথ্য অধিকার কমিশনের প্রধান তথ্য কমিশনারসহ অন্যান্য কমিশনারদের নিয়োগ দিতে পারেননি? কেন তথ্য কমিশনকে অচল করে রাখা হয়েছে?২. অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য অধিকার আইনের নতুন সংশোধনী খসড়ায় জনগণ অভূতপূর্ব সাড়া দিয়ে মতামত আপনার মন্ত্রণালয়ে প্রদান করেছিল। সেগুলোর কতটা রাখা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে, তার কোনো হদিস আর পাওয়া যায়নি। যে ধারাগুলো রাখা হলে সরকারি লোকজন ব্যক্তিগত গোপনীয়তার কথা বলে অনিয়ম আর দুর্নীতির তথ্য প্রদানে অস্বীকৃতি জানাতে পারতো না। আরও পড়ুন‘সংসারগুলো এখন অশান্তির জাহান্নাম’ ঝড়ে পড়া গাছ কাটার অনুমতি নিয়ে জটিলতা  সবশেষে তিনি লিখেছেন, ‘উপ

সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের কাছে দুটি প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের কাছে দুটি প্রশ্ন রেখেছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ বিষয়ে ২৭ ডিসেম্বর ১২টা ২১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন তিনি।

মাহবুব কবীর মিলন লিখেছেন, ‘Mahfuj Alam, প্রাক্তন উপদেষ্টা, তথ্য মন্ত্রণালয়। জনাব, আপনি এখন ক্ষমতায় নেই, তাই বলারও কোনো সমস্যা থাকার কথা নয়। আপনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন। সুস্পষ্টভাবে উত্তর দেবেন প্লিজ।’

তার প্রশ্ন দুটি হলো:
১. আপনি বিগত দেড় বছরেও কেন তথ্য অধিকার কমিশনের প্রধান তথ্য কমিশনারসহ অন্যান্য কমিশনারদের নিয়োগ দিতে পারেননি? কেন তথ্য কমিশনকে অচল করে রাখা হয়েছে?
২. অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য অধিকার আইনের নতুন সংশোধনী খসড়ায় জনগণ অভূতপূর্ব সাড়া দিয়ে মতামত আপনার মন্ত্রণালয়ে প্রদান করেছিল। সেগুলোর কতটা রাখা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে, তার কোনো হদিস আর পাওয়া যায়নি। যে ধারাগুলো রাখা হলে সরকারি লোকজন ব্যক্তিগত গোপনীয়তার কথা বলে অনিয়ম আর দুর্নীতির তথ্য প্রদানে অস্বীকৃতি জানাতে পারতো না।

আরও পড়ুন
‘সংসারগুলো এখন অশান্তির জাহান্নাম’ 
ঝড়ে পড়া গাছ কাটার অনুমতি নিয়ে জটিলতা 

সবশেষে তিনি লিখেছেন, ‘উপরের কাজগুলোতে কারা বাধা দিয়েছে? উপদেষ্টারা নাকি আমলারা অথবা রাজনৈতিক দল?’

পোস্টে মন্তব্য করেছেন মাহফুজ আলম। তিনি লিখেছেন, ‌‘১ম প্রশ্নের জবাব ডিআরইউ’র প্রেস মিটে দিয়েছি। দ্বিতীয়টার কাজ শুরু করে এসেছিলাম মন্ত্রণালয়ে, হতে পারে সামনে।’

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow