সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে ভাঙচুর-আগুন

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।  বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার কিছু আগে নগরীর দুই নম্বর গেটের চশমা হিল এলাকায় এই ঘটনা ঘটে।  নগরীর দুই নম্বর গেট থেকে মিছিল নিয়ে এসে শতাধিক ছাত্র-জনতা এই ভাঙচুর চালায়।

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে ভাঙচুর-আগুন

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার কিছু আগে নগরীর দুই নম্বর গেটের চশমা হিল এলাকায় এই ঘটনা ঘটে। 

নগরীর দুই নম্বর গেট থেকে মিছিল নিয়ে এসে শতাধিক ছাত্র-জনতা এই ভাঙচুর চালায়।

বিক্ষুব্ধদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবেদ বিন জাবেদ কালবেলাকে বলেন, এটা আমাদের পরিকল্পিত কোনো কর্মসূচি ছিল না। আমরা দুই নম্বর গেটের বিক্ষোভ থেকে তাৎক্ষণিক সিদ্ধান্তে নওফেলের বাড়িতে চলে এসেছি। লীগ আমাদের কাছে আসার আগেই আমরা লীগের কাছে চলে এসেছি।

তিনি আরও বলেন, আরেক হাদীর মৃত্যুর পূর্বেই আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ব।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, আমরা হামলার বিষয়টি শুনেছি। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow