সিরাজগঞ্জে ফুলেল শ্রদ্ধায় মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ

সিরাজগঞ্জে ফুলেল শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পৌর শহরের বিজয় সৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। তোপধ্বনির পর জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নেতৃত্বে পুলিশ প্রশাসন, র‍্যাব, আনসার-ভিডিপি, জেলা মুক্তিযোদ্ধা দল, এলজিইডি, সমবায় অধিদপ্তর, সমাজসেবা কার্যালয়, বিআরটিসি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর ফুলেল শ্রদ্ধা জানান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিশুরাও অংশগ্রহণ করে। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাই মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে রচিত নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সিরাজগঞ্জে ফুলেল শ্রদ্ধায় মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ

সিরাজগঞ্জে ফুলেল শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পৌর শহরের বিজয় সৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।

তোপধ্বনির পর জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নেতৃত্বে পুলিশ প্রশাসন, র‍্যাব, আনসার-ভিডিপি, জেলা মুক্তিযোদ্ধা দল, এলজিইডি, সমবায় অধিদপ্তর, সমাজসেবা কার্যালয়, বিআরটিসি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর ফুলেল শ্রদ্ধা জানান।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিশুরাও অংশগ্রহণ করে।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাই মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে রচিত নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow