সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ১৯ বছর পর পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি (রোববার) তিনি ঢাকা থেকে বগুড়ার পথে রওয়ানা হবেন। বগুড়ায় যাওয়ার পথে সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্ক এলাকায় একটি দোয়া মাহফিলে অংশ নেবেন। মঙ্গলবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।  তিনি বলেন, আগামী ১১ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিসিক শিল্পপার্ক এলাকায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন। সেখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।  ইতোমধ্যে জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থল পরিদর্শন করা হয়েছে। তারেক রহমানের আগমন ও দোয়া মাহফিলকে সফল করতে দলের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।  জানা গেছে, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তণের পর এই প্রথম ঢাকার বাইরে কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তিনি ১১ জানুয়ারি ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়া

সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান
দীর্ঘ ১৯ বছর পর পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি (রোববার) তিনি ঢাকা থেকে বগুড়ার পথে রওয়ানা হবেন। বগুড়ায় যাওয়ার পথে সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্ক এলাকায় একটি দোয়া মাহফিলে অংশ নেবেন। মঙ্গলবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।  তিনি বলেন, আগামী ১১ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিসিক শিল্পপার্ক এলাকায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন। সেখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।  ইতোমধ্যে জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থল পরিদর্শন করা হয়েছে। তারেক রহমানের আগমন ও দোয়া মাহফিলকে সফল করতে দলের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।  জানা গেছে, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তণের পর এই প্রথম ঢাকার বাইরে কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তিনি ১১ জানুয়ারি ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় যাবেন। পরদিন ১২ জানুয়ারি (সোমবার) সকালে আলতাফুন্নেছা খেলার মাঠে তার মা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গণদোয়ায় অংশ নেবেন। পরে তিনি রংপুরে যাবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।  এদিকে তারেক রহমানের সিরাজগঞ্জে আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow