সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক এমপি আব্দুল হামিদ মারা গেছেন
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) শুক্রবার সকাল ১০টায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর। মৃত্যকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদার সলঙ্গা থানার সাতটি করি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ১৯৮৮ সালে জাসদের মনোনীত প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৪ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে উল্লাপাড়া ও সলঙ্গা এলাকাসহ জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পারিবারিক সূত্র জানায়, শনিবার সকাল ১০টায় সলঙ্গার নাইমুড়ী–রুয়াপাড়া কবরস্থানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে একই স্থানে তাঁকে দাফন করা হবে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমব
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শুক্রবার সকাল ১০টায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর। মৃত্যকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদার সলঙ্গা থানার সাতটি করি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ১৯৮৮ সালে জাসদের মনোনীত প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৪ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
তার মৃত্যুতে উল্লাপাড়া ও সলঙ্গা এলাকাসহ জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
পারিবারিক সূত্র জানায়, শনিবার সকাল ১০টায় সলঙ্গার নাইমুড়ী–রুয়াপাড়া কবরস্থানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে একই স্থানে তাঁকে দাফন করা হবে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
What's Your Reaction?