সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
আয়ারল্যান্ডের বিপক্ষে ১-১ সমতায় থেকে এবার সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। সিরিজের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে যাওয়ার আগে এটাই শেষ আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ। সব মিলিয়ে বৈশ্বিক টুর্নামেন্টের আগে কতটা প্রস্তুত হলো বাংলাদেশ—সে প্রশ্নও এখন উঁকি দিচ্ছে বটে। সাগরিকায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টায় শুরু হতে যাওয়া ম্যাচটি তাই অনেক প্রশ্নের উত্তর দিতে পারে বাংলাদেশকে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের বছরটা অম্লমধুরতার সঙ্গেই কাটতে যাচ্ছে। দেশে-বিদেশে সিরিজ যেমন জিতেছেন লিটন দাসরা, তেমনি হারের লজ্জাও আছে তাদের। আইরিশদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটাই বলা চলে বিশ্বকাপ প্রস্তুতির শেষ সুযোগ। তবে টিম ম্যানেজমেন্টের ভাবনাটা ভিন্ন।
মাসখানেক আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চট্টগ্রামে ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আইরিশদের বিপক্ষেও শুরুটা হয়েছিল হার দিয়েই। পরের ম্যাচে জেতায় সিরিজে এখন ঘুরে দাঁড়িয়েছেন তারা। দুই সিরিজেই প্রতিপক্ষের কাছ থেকে পাওয়া চ্যালেঞ্জ বিশ্বকাপের প্রস্তুতির দিকে দলকে কতটা এগিয়ে রাখল, সে প্রশ্নই এখন গুরুত্বপূর্ণ।
সিরিজ বাঁচানোর ম্যাচের কারণে সেরা একাদশ নিয়েই মাঠে না
আয়ারল্যান্ডের বিপক্ষে ১-১ সমতায় থেকে এবার সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। সিরিজের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে যাওয়ার আগে এটাই শেষ আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ। সব মিলিয়ে বৈশ্বিক টুর্নামেন্টের আগে কতটা প্রস্তুত হলো বাংলাদেশ—সে প্রশ্নও এখন উঁকি দিচ্ছে বটে। সাগরিকায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টায় শুরু হতে যাওয়া ম্যাচটি তাই অনেক প্রশ্নের উত্তর দিতে পারে বাংলাদেশকে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের বছরটা অম্লমধুরতার সঙ্গেই কাটতে যাচ্ছে। দেশে-বিদেশে সিরিজ যেমন জিতেছেন লিটন দাসরা, তেমনি হারের লজ্জাও আছে তাদের। আইরিশদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটাই বলা চলে বিশ্বকাপ প্রস্তুতির শেষ সুযোগ। তবে টিম ম্যানেজমেন্টের ভাবনাটা ভিন্ন।
মাসখানেক আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চট্টগ্রামে ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আইরিশদের বিপক্ষেও শুরুটা হয়েছিল হার দিয়েই। পরের ম্যাচে জেতায় সিরিজে এখন ঘুরে দাঁড়িয়েছেন তারা। দুই সিরিজেই প্রতিপক্ষের কাছ থেকে পাওয়া চ্যালেঞ্জ বিশ্বকাপের প্রস্তুতির দিকে দলকে কতটা এগিয়ে রাখল, সে প্রশ্নই এখন গুরুত্বপূর্ণ।
সিরিজ বাঁচানোর ম্যাচের কারণে সেরা একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। গেল ম্যাচের একাদশ থেকে নুরুল হাসান সোহানের বদলে একাদশে দেখা যেতে পারে শামীম হোসেন পাটোয়ারীকে। এ ছাড়া একাদশে পরিবর্তন আসার খুব একটা সম্ভাবনা নেই বললেই চলে। পেস বোলিংয়ে মুস্তাফিজের সঙ্গে দেখা যাবে সাকিবকে। তৃতীয় পেসার হিসেবে খেলবেন সাইফউদ্দিন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।