সিরিয়ার আলেপ্পো ছেড়ে যাচ্ছেন কুর্দি যোদ্ধারা

মারাত্মক সংঘর্ষের পর যুদ্ধবিরতির আওতায় আলেপ্পো শহর ছেড়ে যেতে সম্মত হয়েছে সিরিয়ার কুর্দি যোদ্ধারা। কয়েকদিন ধরে সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের পর রোববার (১১ জানুয়ারি) কুর্দি নেতৃত্বাধীন বাহিনী এ সিদ্ধান্তের কথা জানায়। বার্তা সংস্থা এএফপি জানায়, সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পোর কুর্দি-অধ্যুষিত শেখ মাকসুদ এলাকায় অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, আত্মসমর্পণকারী কুর্দি যোদ্ধাদের বাসে করে উত্তর দিকে সরিয়ে নেওয়া হচ্ছে। এর আগে সেনাবাহিনী আশরাফিয়াহ এলাকা দখলের কথাও জানায়। কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক পক্ষগুলোর মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছে। এর আওতায় আহত, নিহতদের মরদেহ, আটকে পড়া বেসামরিক মানুষ ও যোদ্ধাদের আলেপ্পো থেকে উত্তর ও পূর্ব সিরিয়ায় সরিয়ে নেওয়া হচ্ছে। এর আগে এসডিএফ প্রথমে যোদ্ধাদের সরে যাওয়ার কথা অস্বীকার করে বলেছিল, বাসে করে সাধারণ মানুষকে জোরপূর্বক সরানো হচ্ছে। তবে পরে তারা সমঝোতার বিষয়টি নিশ্চিত করে। নতুন সরকারে কুর্দিদের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা স্থগিত হওয়ার পরই এই সংঘর্ষ শুরু হয়। ২০২৪ স

সিরিয়ার আলেপ্পো ছেড়ে যাচ্ছেন কুর্দি যোদ্ধারা
মারাত্মক সংঘর্ষের পর যুদ্ধবিরতির আওতায় আলেপ্পো শহর ছেড়ে যেতে সম্মত হয়েছে সিরিয়ার কুর্দি যোদ্ধারা। কয়েকদিন ধরে সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের পর রোববার (১১ জানুয়ারি) কুর্দি নেতৃত্বাধীন বাহিনী এ সিদ্ধান্তের কথা জানায়। বার্তা সংস্থা এএফপি জানায়, সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পোর কুর্দি-অধ্যুষিত শেখ মাকসুদ এলাকায় অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, আত্মসমর্পণকারী কুর্দি যোদ্ধাদের বাসে করে উত্তর দিকে সরিয়ে নেওয়া হচ্ছে। এর আগে সেনাবাহিনী আশরাফিয়াহ এলাকা দখলের কথাও জানায়। কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক পক্ষগুলোর মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছে। এর আওতায় আহত, নিহতদের মরদেহ, আটকে পড়া বেসামরিক মানুষ ও যোদ্ধাদের আলেপ্পো থেকে উত্তর ও পূর্ব সিরিয়ায় সরিয়ে নেওয়া হচ্ছে। এর আগে এসডিএফ প্রথমে যোদ্ধাদের সরে যাওয়ার কথা অস্বীকার করে বলেছিল, বাসে করে সাধারণ মানুষকে জোরপূর্বক সরানো হচ্ছে। তবে পরে তারা সমঝোতার বিষয়টি নিশ্চিত করে। নতুন সরকারে কুর্দিদের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা স্থগিত হওয়ার পরই এই সংঘর্ষ শুরু হয়। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে। এ সহিংসতায় অন্তত ২১ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং আলেপ্পো শহর থেকে প্রায় ১ লাখ ৫৫ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে বলে স্থানীয় প্রশাসনের তথ্য। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষকে রাজনৈতিক সংলাপে বসার আহ্বান জানিয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow