সিলেটে কঠোর নিরাপত্তা
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশপথ ও জনসমাগমপূর্ণ এলাকায় পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নগরীতে বাড়ানো হয়েছে টহল, বসানো হয়েছে চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল জাকির কালবেলাকে বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রেখেছি। অন্যদিকে, তারেক রহমানের সিলেট আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিএনপির সহসাংগঠনিক মিফতাহ সিদ্দিকী কালবেলাকে বলেন, দীর্ঘদিন পর আমাদের নেতার সিলেট আগমনে নেতাকর্মীদের জন্য
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশপথ ও জনসমাগমপূর্ণ এলাকায় পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নগরীতে বাড়ানো হয়েছে টহল, বসানো হয়েছে চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল জাকির কালবেলাকে বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রেখেছি।
অন্যদিকে, তারেক রহমানের সিলেট আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
বিএনপির সহসাংগঠনিক মিফতাহ সিদ্দিকী কালবেলাকে বলেন, দীর্ঘদিন পর আমাদের নেতার সিলেট আগমনে নেতাকর্মীদের জন্য আনন্দের বিষয়। আমরা শান্তিপূর্ণভাবে সব কর্মসূচি পালন করছি। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতা করে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে দলীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ২১ বছর পর স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমন ঘিরে নগরজুড়ে নেমে আসে মানুষের ঢল। প্রিয় নেতাকে একনজর দেখার আশায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সড়কের দুপাশে ভিড় করেন।
বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। কঠোর নিরাপত্তার মধ্যে বাসযোগে তিনি রাত সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল (রহ.) মাজারে যান এবং জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নেন।
পরে তিনি হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন। একইসঙ্গে তিনি মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণি ওসমানীর কবর জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে শ্বশুরবাড়ি দক্ষিণ সুরমা উপজেলার সিলামের রহমত মঞ্জিলে পৌঁছান। রাত ১২টা ৪০ মিনিটে তারেক রহমান শ্বশুরবাড়ি পৌঁছালে আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে সংবর্ধনা জানান।
What's Your Reaction?