সিলেটে দেশের ২৪তম স্থলবন্দরের যাত্রা শুরু 

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেশের ২৪তম স্থলবন্দর হিসেবে সিলেটের কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ভোলাগঞ্জ স্থলবন্দর।  বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় ভোলাগঞ্জ স্থলবন্দরের উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সংশ্লিষ্টরা জানান, ৫২ একর জায়গাজুড়ে এই স্থলবন্দরটি চালু হওয়ার মধ্য দিয়ে ভারতের মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম ও ভুটানের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে। পাশাপাশি প্রতিবছর শত কোটি টাকার রাজস্ব আয় হবে। জানা গেছে, ভোলাগঞ্জ সীমান্ত দিয়ে চুনাপাথর আমদানি করা হয়ে থাকে। ২০ বছর ধরে ভারত থেকে পাথর আমদানির অন্যতম রুট সিলেটের ভোলাগঞ্জ শুল্ক স্টেশনকে ২০১৯ সালে স্থলবন্দর ঘোষণা করে সরকার। দেশের ২৪তম স্থলবন্দর হিসেবে ঘোষণার চার বছর পর জমি অধিগ্রহণসহ নানা ঝামেলা চুকিয়ে গেল বছরের জুন মাসে ১৭৫ কোটি টাকা ব্যয়ে স্থলবন্দর নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মানজারুল মান্নান, সিলেটের জেলা প্রশাসক মো. স

সিলেটে দেশের ২৪তম স্থলবন্দরের যাত্রা শুরু 

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেশের ২৪তম স্থলবন্দর হিসেবে সিলেটের কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ভোলাগঞ্জ স্থলবন্দর। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় ভোলাগঞ্জ স্থলবন্দরের উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

সংশ্লিষ্টরা জানান, ৫২ একর জায়গাজুড়ে এই স্থলবন্দরটি চালু হওয়ার মধ্য দিয়ে ভারতের মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম ও ভুটানের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে। পাশাপাশি প্রতিবছর শত কোটি টাকার রাজস্ব আয় হবে।

জানা গেছে, ভোলাগঞ্জ সীমান্ত দিয়ে চুনাপাথর আমদানি করা হয়ে থাকে। ২০ বছর ধরে ভারত থেকে পাথর আমদানির অন্যতম রুট সিলেটের ভোলাগঞ্জ শুল্ক স্টেশনকে ২০১৯ সালে স্থলবন্দর ঘোষণা করে সরকার। দেশের ২৪তম স্থলবন্দর হিসেবে ঘোষণার চার বছর পর জমি অধিগ্রহণসহ নানা ঝামেলা চুকিয়ে গেল বছরের জুন মাসে ১৭৫ কোটি টাকা ব্যয়ে স্থলবন্দর নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মানজারুল মান্নান, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow