সিলেট সীমান্তে ৫ যুবক আটক

4 days ago 9

সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় পাঁচ যুবককে আটক করেছে বিজিবি। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সিলেট বিজিবির ৪৮ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক পাঁচজন হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার পান্ডারগাঁও এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. মনির হোসেন (২৬), একই উপজেলার গিরিস নগরের কাজী মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (২৮), লুল্লারচর এলাকার নুর হোসেনের ছেলে মো. হেকিম আলী (৪৭), সুনামগঞ্জ সদর উপজেলার ব্রহ্মণগাঁও এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে মো. উজ্জ্বল হোসেন (১৮) ও শাল্লা উপজেলার মারকুলি এলাকার আহমদ আলীর ছেলে মো. সালেক নুর (৩৯)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার বিকেল ৫টার দিকে ভারত থেকে বাংলাদেশে আসার সময় সিলেট সীমান্ত পিলার ১২৭৯/এমপির কাছে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি শ্রীপুর ক্যাম্পের সদস্যরা পাঁচ বাংলাদেশি যুবককে আটক করে। তাদের মধ্যে দুজনের কাছে বাংলাদেশি এবং ভারতীয় আইডি কার্ড পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে আটক পাঁচজন জানিয়েছেন, কিছুদিন আগে কাজের উদ্দেশ্যে তারা ভারত গিয়েছিলেন।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান কালবেলাকে বলেন, সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় পাঁচ যুবককে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশের নিকট হস্তান্তর করা হবে।

Read Entire Article