সীমান্তে বাংলাদেশি হত্যায় বিএসএফের দুঃখ প্রকাশ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে সম্প্রতি গুলি করে বাংলাদেশিকে হত্যার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। তারা জানায়, চোরাকারবারিরা কাঁটাতার কেটে ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করায় এ ঘটনা ঘটেছে। বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত এবং সীমান্তে চলমান বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনার জন্য এ উদ্যোগ নেয় বিজিবি। সভায় বিজিবি দলের নেতৃত্ব দেন রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এসএম শফিকুর রহমান এবং বিএসএফের পক্ষে গোপালপুর সেক্টর কমান্ডার ডিআইজি ডিএস রাঠোর। বুধবার (১০ ডিসেম্বর) জগতবেড় ইউনিয়নের নাজিরগোমানীতে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।  এ ছাড়া অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, পুশইন, সীমান্তে তিন ফুটের বেশি উচ্চতার ফসল (যেমন পাট ও ভুট্টা) চাষ না করা এবং দা-কুড়ালের মতো দেশীয় অস্ত্র নিয়ে কাঁটাতারের কাছাকাছি না যাওয়ার বিষয়ে দুই বাহিনীর পক্ষ থেকে একমত পোষণ করা হয়। এ ছাড়া সীমান্তে যে কোনো সমস্যা দেখা দিলে আলোচনা করে সমাধান করার প্রতিশ্রুতিও দেন উভয় সেক্টর কমান্ডার। বাংলাদেশের

সীমান্তে বাংলাদেশি হত্যায় বিএসএফের দুঃখ প্রকাশ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে সম্প্রতি গুলি করে বাংলাদেশিকে হত্যার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। তারা জানায়, চোরাকারবারিরা কাঁটাতার কেটে ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করায় এ ঘটনা ঘটেছে।

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত এবং সীমান্তে চলমান বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনার জন্য এ উদ্যোগ নেয় বিজিবি। সভায় বিজিবি দলের নেতৃত্ব দেন রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এসএম শফিকুর রহমান এবং বিএসএফের পক্ষে গোপালপুর সেক্টর কমান্ডার ডিআইজি ডিএস রাঠোর।

বুধবার (১০ ডিসেম্বর) জগতবেড় ইউনিয়নের নাজিরগোমানীতে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

এ ছাড়া অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, পুশইন, সীমান্তে তিন ফুটের বেশি উচ্চতার ফসল (যেমন পাট ও ভুট্টা) চাষ না করা এবং দা-কুড়ালের মতো দেশীয় অস্ত্র নিয়ে কাঁটাতারের কাছাকাছি না যাওয়ার বিষয়ে দুই বাহিনীর পক্ষ থেকে একমত পোষণ করা হয়।

এ ছাড়া সীমান্তে যে কোনো সমস্যা দেখা দিলে আলোচনা করে সমাধান করার প্রতিশ্রুতিও দেন উভয় সেক্টর কমান্ডার। বাংলাদেশের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow