সীমান্তে বিএসএফের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন রনি

লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।  মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১টার দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তের ৯০২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।  গুলিবিদ্ধ রনি মিয়া (২৩) ওই এলাকার হারুন অর রশিদের ছেলে। এ আগেও রনি বিএসএফের ছিটা গুলিতে আহত হয়েছিলেন বলে স্থানীয়রা জানান।  বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজনকে সঙ্গে সীমান্তের ৯০২ নম্বর পিলার এলাকায় যান রনি। এসময় তাদের দেখে গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে রনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। গুলির শব্দ পেয়ে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের দইখাওয়া বিওপি ক্যাম্পের টহলদল এগিয়ে যায়। এসময় রনিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বিজিবি।  এ বিষয়ে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বারবার সতর্ক করার পরও সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া অত্যন্ত হতাশাজনক। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।  

সীমান্তে বিএসএফের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন রনি

লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১টার দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তের ৯০২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ রনি মিয়া (২৩) ওই এলাকার হারুন অর রশিদের ছেলে। এ আগেও রনি বিএসএফের ছিটা গুলিতে আহত হয়েছিলেন বলে স্থানীয়রা জানান। 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজনকে সঙ্গে সীমান্তের ৯০২ নম্বর পিলার এলাকায় যান রনি। এসময় তাদের দেখে গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে রনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। গুলির শব্দ পেয়ে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের দইখাওয়া বিওপি ক্যাম্পের টহলদল এগিয়ে যায়। এসময় রনিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বিজিবি। 

এ বিষয়ে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বারবার সতর্ক করার পরও সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া অত্যন্ত হতাশাজনক। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow