সীমান্ত থেকে নয় রাউন্ড গুলিসহ দুই শুটারগান জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় দুটি বিদেশি ওয়ান শুটারগান ও নয় রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এর আগে বৃহস্পতিবার রাতে ব্যাটেলিয়ন অধীন আজমতপুর বিওপির একটি টহল দল উপজেলার শাহবাজপুর ইউপির উনিশবিঘা গ্রামে আমবাগানে এই অভিযান পরিচালনা করে। ৫৯ বিজিবির ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের সম্ভাবনা থাকায় সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।  এর প্রেক্ষিতে‌ অস্ত্রের কয়েকটি চালান এই সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারেন।  সেই লক্ষ্যে বিগত দু’মাস যাবৎ এ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকায় টহল তৎপরতাসহ কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়।

সীমান্ত থেকে নয় রাউন্ড গুলিসহ দুই শুটারগান জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় দুটি বিদেশি ওয়ান শুটারগান ও নয় রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এর আগে বৃহস্পতিবার রাতে ব্যাটেলিয়ন অধীন আজমতপুর বিওপির একটি টহল দল উপজেলার শাহবাজপুর ইউপির উনিশবিঘা গ্রামে আমবাগানে এই অভিযান পরিচালনা করে। ৫৯ বিজিবির ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের সম্ভাবনা থাকায় সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।  এর প্রেক্ষিতে‌ অস্ত্রের কয়েকটি চালান এই সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারেন।  সেই লক্ষ্যে বিগত দু’মাস যাবৎ এ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকায় টহল তৎপরতাসহ কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়। গত বৃহস্পতিবার ৮ জানুয়ারি রাত পৌনে দশটার দিকে সীমান্ত পিলার ১৮২/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আজমতপুর বিওপির টহল দল মালিকবিহীন দুটি বিদেশি ওয়ান শুটারগান ও নয় রাউন্ড গুলি উদ্ধার করে। প্রাথমিকভাবে উদ্ধার অস্ত্রগুলো দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি আইনানুগভাবে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।  অস্ত্র, গোলাবারুদ, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশন কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, ৫৯ বিজিবি, গত ছয় মাসে ছয়টি বিদেশি অস্ত্র ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow