সুনামগঞ্জকে ক্লিন ও মাদক মুক্ত করার অঙ্গীকার তিন প্রার্থীর
সুনামগঞ্জ শহরকে ক্লিন, মাদক, চাঁদাবাজ মুক্ত করা, একই সাথে শহরের খাল উদ্ধার এবং জেলা শহরে রেললাইন সংযোগ স্থাপন করে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান করার পাশাপাশি উন্নয়ন করার অঙ্গীকার করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনের তিনজন এমপি প্রার্থী। এই আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে অংশগ্রহণকারী এই তিন প্রার্থী ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। একই সাথে তাঁরা সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় উন্নয়নবঞ্চিত ও বৈষম্য করবেন না বলেও জানিয়েছেন।শনিবার (৩১ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর মাঠের মুক্তমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা সুজনের সভাপতি নুরুল হক আফিন্দী।অনুষ্ঠানে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা শহীদুল ইসলাম পলাশী এবং জাতীয় পার্টির প্রার্থী নাজমুল হুদা হিমেল অংশগ্রহণ করেন। তাঁরা ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন
সুনামগঞ্জ শহরকে ক্লিন, মাদক, চাঁদাবাজ মুক্ত করা, একই সাথে শহরের খাল উদ্ধার এবং জেলা শহরে রেললাইন সংযোগ স্থাপন করে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান করার পাশাপাশি উন্নয়ন করার অঙ্গীকার করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনের তিনজন এমপি প্রার্থী। এই আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে অংশগ্রহণকারী এই তিন প্রার্থী ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। একই সাথে তাঁরা সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় উন্নয়নবঞ্চিত ও বৈষম্য করবেন না বলেও জানিয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর মাঠের মুক্তমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা সুজনের সভাপতি নুরুল হক আফিন্দী।
অনুষ্ঠানে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা শহীদুল ইসলাম পলাশী এবং জাতীয় পার্টির প্রার্থী নাজমুল হুদা হিমেল অংশগ্রহণ করেন। তাঁরা ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থে কী কী পদক্ষেপ গ্রহণ করবেন সে বিষয়ে নিজ নিজ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে প্রার্থীদের বক্তব্য শোনেন এবং মতামত তুলে ধরেন।
জেলা সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদ ও ডি এফ কর্ণবাবু দাস যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার রায়হান উদ্দিন ও আবু সালেহ মোহাম্মদ ইউসুফ, সুনামগঞ্জ জেলা সুজনের সিনিয়র সহসভাপতি আলী হায়দার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সুজনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, কলামিস্ট সুখেন্দু সেন, সদর উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ, জেলা সুজনের নির্বাহী সদস্য অ্যাডভোকেট খলিল রহমান ও মাসুম হেলাল।
What's Your Reaction?