সুনামগঞ্জের ৬টি উপজেলায় অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য জব্দ

সুনামগঞ্জের ৬টি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ইউনিট মধ্যরাত থেকে থেকে বুধবার সকাল পর্যন্ত জগন্নাথপুর, দোয়ারাবাজার, ছাতক, শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলায় এই অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনী ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ইউনিটের অধিনায়ক লে. কর্নেল মো. সালেহ আল হেলাল। বুধবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,অভিযানকালে ৪ জন চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তারের পাশাপাশি ২টি বিদেশী পিস্তল, ৪টি .২২ রাইফেল, ৪টি পাইপ গান, ১টি স্টান গান এবং গোলাবারুদসহ (৮০টি দেশীয় সাউন্ড বোমা, ৬ রাউন্ড বিদেশী কার্তুজ ও ১ রাউন্ড শর্টগান কার্তুজ) অসংখ্য দেশীয় প্রাণঘাতী অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য (১৫০০ লিটার দেশীয় মদ, ২০ বোতল বিদেশী মদ, ১১.৩ কেজি গাঁজা এবং ৪৭১ পিস ইয়াবা ট্যাবলেট) জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থা

সুনামগঞ্জের ৬টি উপজেলায় অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য জব্দ

সুনামগঞ্জের ৬টি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ইউনিট মধ্যরাত থেকে থেকে বুধবার সকাল পর্যন্ত জগন্নাথপুর, দোয়ারাবাজার, ছাতক, শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলায় এই অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনী ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ইউনিটের অধিনায়ক লে. কর্নেল মো. সালেহ আল হেলাল। বুধবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,অভিযানকালে ৪ জন চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তারের পাশাপাশি ২টি বিদেশী পিস্তল, ৪টি .২২ রাইফেল, ৪টি পাইপ গান, ১টি স্টান গান এবং গোলাবারুদসহ (৮০টি দেশীয় সাউন্ড বোমা, ৬ রাউন্ড বিদেশী কার্তুজ ও ১ রাউন্ড শর্টগান কার্তুজ) অসংখ্য দেশীয় প্রাণঘাতী অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য (১৫০০ লিটার দেশীয় মদ, ২০ বোতল বিদেশী মদ, ১১.৩ কেজি গাঁজা এবং ৪৭১ পিস ইয়াবা ট্যাবলেট) জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

বুধবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চোরাচালান দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা বদ্ধপরিকর। জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়াও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোন আইন শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করার আহবান জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow