সুনামগঞ্জে দেড় কোটি টাকার নৌকাসহ ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জে দেড় কোটি টাকার নৌকাসহ ভারতীয় শাড়ি,থ্রি-পিস,কসমেটিক্স জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি। বৃহস্পতিবার ভোর রাতে সুনামগঞ্জ সদর উপজেলার আওতাধীন মঈনপুর নামক এলাকা থেকে জব্দ করা হয়। বিজিবি জানায়,সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সুনামগঞ্জ সদর উপজেলার আওতাধীন মঈনপুর নামক এলাকার পরিত্যাক্ত বাড়ী এবং সুরমা নদীতে পরিত্যাক্ত নৌকা হতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১টি ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ ১২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রি-পিস এবং ১৯৫ পিস কসমেটিক্স সামগ্রী আটক করে। যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য এক কোটি সাতান্ন লক্ষ উনষাট হাজার আটশত টাকা। অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী,জেসিও-১০৫২২ নায়েব সুবেদার মো: রফিকুল ইসলাম এর সাথে ১৯ জন বিজিবি এবং ৪ জন পুলিশ সদস্যসহ সর্বমোট ২৪ জন অংশগ্রহন করেন। এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন,উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভ

সুনামগঞ্জে দেড় কোটি টাকার নৌকাসহ ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জে দেড় কোটি টাকার নৌকাসহ ভারতীয় শাড়ি,থ্রি-পিস,কসমেটিক্স জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি। বৃহস্পতিবার ভোর রাতে সুনামগঞ্জ সদর উপজেলার আওতাধীন মঈনপুর নামক এলাকা থেকে জব্দ করা হয়।

বিজিবি জানায়,সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সুনামগঞ্জ সদর উপজেলার আওতাধীন মঈনপুর নামক এলাকার পরিত্যাক্ত বাড়ী এবং সুরমা নদীতে পরিত্যাক্ত নৌকা হতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১টি ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ ১২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রি-পিস এবং ১৯৫ পিস কসমেটিক্স সামগ্রী আটক করে। যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য এক কোটি সাতান্ন লক্ষ উনষাট হাজার আটশত টাকা। অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী,জেসিও-১০৫২২ নায়েব সুবেদার মো: রফিকুল ইসলাম এর সাথে ১৯ জন বিজিবি এবং ৪ জন পুলিশ সদস্যসহ সর্বমোট ২৪ জন অংশগ্রহন করেন।

এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন,উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের সাথে সাথে নৌপথেও অব্যাহত থাকবে। আটককৃত ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ ভারতীয় শাড়ি, থ্রি-পিস এবং কসমেটিক্স সামগ্রী শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow