সুরতহাল করতে গিয়ে পাওয়া গেল যুবকের হৃদ্‌স্পন্দন

1 week ago 9
মৃত ভেবে সুরতহাল করতে গিয়ে হৃদ্‌স্পন্দন পাওয়া যায় এক যুবকের। বৃহস্পতিবার (২৫ মে) রাতে চট্টগ্রামের বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

বেঁচে যাওয়া ওই যুবকের নাম রবিউল হোসেন জিকু (৩০)। তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বর্তমানে তার অবস্থা ভালো।
 

পুলিশ জানায়, এক যুবক বিষপান করে মারা যাওয়ার খবর পেয়ে ওই বাড়িতে যায় পুলিশ। দরজা ভেঙে ঘরে ঢুকে নিথর অবস্থায় পাওয়া যায় তাকে। মৃত ভেবে সুরতহাল করার সময় হৃদ্‌স্পন্দন পেয়ে তাকে নেয়া হয় হাসপাতালে। তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।


বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, ‘রাত ২টার দিকে পুলিশের কাছে খবর আসে বিষপান করা এক যুবকের মরদেহ ঘরে পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে তাকে উদ্ধার করে। মৃত ভেবে তার শরীর দেখার সময় হৃদ্‌স্পন্দন পেলে তাকে হাসপাতালে নেয়া হয়।


ওসি আরও বলেন, আপাতত ভয়ের কিছু নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে বিষপানের ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

]]>
Read Entire Article