সৃষ্টিজীবের প্রতি দয়া প্রদর্শন
হজরত জারির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি সৃষ্টির প্রতি দয়া করে না, স্রষ্টার পক্ষ থেকে তার প্রতি দয়া করা হবে না।’ (বুখারি: ৬০১৩; মুসলিম: ২৩১৯) শিক্ষা ১. পৃথিবী ও তার সবকিছু মহান আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর প্রতি মহব্বত রাখলে তার সৃষ্টিজগতের প্রতিও মহব্বত রাখতে হবে। ২. সৃষ্টিজীবের প্রতি দয়া প্রদর্শন করা ইসলামের অন্যতম শিক্ষা। এটা ইসলাম ধর্মেরই অংশ। ৩. যে ব্যক্তি সৃষ্টির প্রতি দয়াশীল হবে ও সৃষ্টির সেবায় এগিয়ে আসবে—আল্লাহতায়ালাও তার প্রতি সে পরিমাণ এগিয়ে আসবেন। ৪. আর যে ব্যক্তি সৃষ্টির প্রতি উদাসীন থাকবে কিংবা সৃষ্টিজীবের কোনো অধিকার ক্ষুণ্ন করবে, আল্লাহ তার প্রতি নারাজ হবেন। তার প্রতি আল্লাহর কোনো দয়া ও করুণা নেই।
হজরত জারির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি সৃষ্টির প্রতি দয়া করে না, স্রষ্টার পক্ষ থেকে তার প্রতি দয়া করা হবে না।’ (বুখারি: ৬০১৩; মুসলিম: ২৩১৯)
শিক্ষা
১. পৃথিবী ও তার সবকিছু মহান আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর প্রতি মহব্বত রাখলে তার সৃষ্টিজগতের প্রতিও মহব্বত রাখতে হবে।
২. সৃষ্টিজীবের প্রতি দয়া প্রদর্শন করা ইসলামের অন্যতম শিক্ষা। এটা ইসলাম ধর্মেরই অংশ।
৩. যে ব্যক্তি সৃষ্টির প্রতি দয়াশীল হবে ও সৃষ্টির সেবায় এগিয়ে আসবে—আল্লাহতায়ালাও তার প্রতি সে পরিমাণ এগিয়ে আসবেন।
৪. আর যে ব্যক্তি সৃষ্টির প্রতি উদাসীন থাকবে কিংবা সৃষ্টিজীবের কোনো অধিকার ক্ষুণ্ন করবে, আল্লাহ তার প্রতি নারাজ হবেন। তার প্রতি আল্লাহর কোনো দয়া ও করুণা নেই।
What's Your Reaction?