সেতুর টোল প্লাজায় ৫ মণ জাটকা জব্দ

পটুয়াখালীর পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে পাঁচ ডোল (প্রায় ৫ মণ) জাটকা ইলিশ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।  শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গলাচিপা-ঢাকা রুটে চলাচলকারী মুন পরিবহনের একটি দূরপাল্লার বাসে তল্লাশি চালিয়ে এ জাটকা জব্দ করা হয়। কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাসটি আটক করা হলে ভেতরে জাটকা ইলিশ ভর্তি একাধিক বস্তা পাওয়া যায়। পরে জব্দ জাটকাগুলো অন্য একটি গাড়িতে তুলে পটুয়াখালী কোস্ট গার্ড ক্যাম্পে নেওয়া হয়। এ বিষয়ে দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, জাটকা জব্দের বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং কোস্টগার্ড তাকে ফোনে বিষয়টি জানিয়েছে। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী জব্দকৃত জাটকা স্থানীয় মৎস্য বিভাগের কাছে হস্তান্তরের বিধান থাকলেও তা অনুসরণ করা হয়নি বলে তিনি মন্তব্য করেন। দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা বলেন, দুমকি এলাকায় জব্দ হওয়া জাটকা উপজেলা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা উচিত ছিল। জেলা পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়টি তার কাছে স্পষ্ট নয়। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জব্দ জাটকা ইলিশ রাতেই পটুয়াখালী জেলা শহরের বি

সেতুর টোল প্লাজায় ৫ মণ জাটকা জব্দ

পটুয়াখালীর পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে পাঁচ ডোল (প্রায় ৫ মণ) জাটকা ইলিশ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গলাচিপা-ঢাকা রুটে চলাচলকারী মুন পরিবহনের একটি দূরপাল্লার বাসে তল্লাশি চালিয়ে এ জাটকা জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাসটি আটক করা হলে ভেতরে জাটকা ইলিশ ভর্তি একাধিক বস্তা পাওয়া যায়। পরে জব্দ জাটকাগুলো অন্য একটি গাড়িতে তুলে পটুয়াখালী কোস্ট গার্ড ক্যাম্পে নেওয়া হয়।

এ বিষয়ে দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, জাটকা জব্দের বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং কোস্টগার্ড তাকে ফোনে বিষয়টি জানিয়েছে। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী জব্দকৃত জাটকা স্থানীয় মৎস্য বিভাগের কাছে হস্তান্তরের বিধান থাকলেও তা অনুসরণ করা হয়নি বলে তিনি মন্তব্য করেন।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা বলেন, দুমকি এলাকায় জব্দ হওয়া জাটকা উপজেলা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা উচিত ছিল। জেলা পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়টি তার কাছে স্পষ্ট নয়।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জব্দ জাটকা ইলিশ রাতেই পটুয়াখালী জেলা শহরের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow