সেলিমুজ্জামান সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ- ১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই-বাছাই শেষে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এদিকে, বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার পর মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎফুল্লভাব বিরাজ করছে। নেতাকর্মীরা জানান, সেলিমুজ্জামান সেলিম দীর্ঘদিন ধরে মুকসুদপুর ও কাশিয়ানীর মানুষের জন্য কাজ করে আসছেন। ফ্যাসিবাদ আওয়ামী সরকারের আমলেও তিনি মুকসুদপুর ও কাশিয়ানীর জনগণের নানা বিপদ-আপদে পাশে থেকেছেন।  দমন-পীড়নের মধ্যেও বিভিন্ন দলীয় সভা-সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেলিমুজ্জামান সেলিম। নিজ নির্বাচনী এলাকায় সাংগঠনিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। যে কারণে তৃণমূল পর্যায়েও সেলিমুজ্জামান সেলিমের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নিজ নির্বাচন

সেলিমুজ্জামান সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ- ১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই-বাছাই শেষে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এদিকে, বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার পর মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎফুল্লভাব বিরাজ করছে।

নেতাকর্মীরা জানান, সেলিমুজ্জামান সেলিম দীর্ঘদিন ধরে মুকসুদপুর ও কাশিয়ানীর মানুষের জন্য কাজ করে আসছেন। ফ্যাসিবাদ আওয়ামী সরকারের আমলেও তিনি মুকসুদপুর ও কাশিয়ানীর জনগণের নানা বিপদ-আপদে পাশে থেকেছেন। 

দমন-পীড়নের মধ্যেও বিভিন্ন দলীয় সভা-সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেলিমুজ্জামান সেলিম। নিজ নির্বাচনী এলাকায় সাংগঠনিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। যে কারণে তৃণমূল পর্যায়েও সেলিমুজ্জামান সেলিমের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নিজ নির্বাচনি এলাকার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদ আশিক কবিরের কাছে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সেলিমুজ্জামান সেলিম। 

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সেলিমুজ্জামান সেলিম সাংবাদিকদের জানান, আপামর জনতা দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারেনি। নতুন ভোটাররাও বহু বছর ভোট দিতে পারিনি। তবে আগামী ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব শ্রেণির মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। আশা করি নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow