সেল্টার কাছে রিয়ালের বিব্রতকর হার

স্প্যানিশ লা লিগায় নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অপমানজনক হার দেখল রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোর বিপক্ষে ২-০ ব্যবধানে হেরে শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেলেন জাবি আলোনসোর শিষ্যরা। ম্যাচে জোড়া গোল করে নায়ক বনে যান সুইডিশ মিডফিল্ডার ভিক্টর স্বেদবার্গ। অন্যদিকে একের পর এক লাল কার্ড আর ইনজুরিতে আরও এলোমেলো হয়ে পড়ে রিয়ালের রক্ষণভাগ। শুরু থেকেই ম্যাচে আগ্রহহীন ও ধীরগতির ফুটবল খেলতে থাকে রিয়াল। বল দখলে রাখলেও আক্রমণে ধার ছিল না। উল্টো সংগঠিত ফুটবলে বারবার বিপদ তৈরি করে সেল্টা। ম্যাচের প্রথমার্ধেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা—চোট পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার এদের মিলিতাও। তার জায়গায় নামা রক্ষণও ছিল নড়বড়ে। বিরতির পর পরিস্থিতি আরও খারাপ হয় রিয়ালের জন্য। ৫৪তম মিনিটে সেল্টার দ্রুতগতির আক্রমণ থেকে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন স্বেদবার্গ। ব্রায়ান সারাগোসার নিখুঁত ক্রসে ব্যাকহিল ফিনিশে বার্নাব্যুকে স্তব্ধ করে দেন তিনি। গোল হজমের ধাক্কা সামলাতে না সামলাতেই দশজনের দলে পরিণত হয় রিয়াল। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন ফ্রান গার্সিয়া। একজন কম নিয়ে খেলেও সমতা ফেরানোর চেষ্টা করে রিয়াল, তবে আক্রমণে ছিল

সেল্টার কাছে রিয়ালের বিব্রতকর হার

স্প্যানিশ লা লিগায় নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অপমানজনক হার দেখল রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোর বিপক্ষে ২-০ ব্যবধানে হেরে শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেলেন জাবি আলোনসোর শিষ্যরা। ম্যাচে জোড়া গোল করে নায়ক বনে যান সুইডিশ মিডফিল্ডার ভিক্টর স্বেদবার্গ। অন্যদিকে একের পর এক লাল কার্ড আর ইনজুরিতে আরও এলোমেলো হয়ে পড়ে রিয়ালের রক্ষণভাগ।

শুরু থেকেই ম্যাচে আগ্রহহীন ও ধীরগতির ফুটবল খেলতে থাকে রিয়াল। বল দখলে রাখলেও আক্রমণে ধার ছিল না। উল্টো সংগঠিত ফুটবলে বারবার বিপদ তৈরি করে সেল্টা। ম্যাচের প্রথমার্ধেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা—চোট পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার এদের মিলিতাও। তার জায়গায় নামা রক্ষণও ছিল নড়বড়ে।

বিরতির পর পরিস্থিতি আরও খারাপ হয় রিয়ালের জন্য। ৫৪তম মিনিটে সেল্টার দ্রুতগতির আক্রমণ থেকে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন স্বেদবার্গ। ব্রায়ান সারাগোসার নিখুঁত ক্রসে ব্যাকহিল ফিনিশে বার্নাব্যুকে স্তব্ধ করে দেন তিনি। গোল হজমের ধাক্কা সামলাতে না সামলাতেই দশজনের দলে পরিণত হয় রিয়াল। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন ফ্রান গার্সিয়া।

একজন কম নিয়ে খেলেও সমতা ফেরানোর চেষ্টা করে রিয়াল, তবে আক্রমণে ছিল না যথেষ্ট ছন্দ আর সময়োচিত সিদ্ধান্ত। এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের একক প্রচেষ্টা ছাড়া উল্লেখযোগ্য কিছু করতে পারেনি তারা। উল্টো ম্যাচের শেষ দিকে আরও বিপাকে পড়ে স্বাগতিকরা। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কারেরাস।

শেষ মুহূর্তে আবারও আঘাত হানে সেল্টা। রিয়াল গোলরক্ষক কোর্তোয়াকে কাটিয়ে বক্সে ঢুকে নিজের দ্বিতীয় গোলটি করেন স্বেদবার্গ। তাতে নিশ্চিত হয় সেল্টার দুর্দান্ত জয়।

এই হারে শেষ পাঁচ ম্যাচে মাত্র ছয় পয়েন্ট পেল রিয়াল মাদ্রিদ। টানা বাজে পারফরম্যান্সে লিগ শিরোপার পথ যেন আরও কঠিন হয়ে উঠেছে। সামনে ম্যানচেস্টার সিটির মতো শক্ত প্রতিপক্ষ অপেক্ষা করছে—তার আগেই ডুবন্ত রিয়ালকে ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজতে হবে জাবি আলোনসোকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow