সোশ্যাল মিডিয়ায় নারী-শিশুর অশ্লীল ছবি, গ্রোকের বিরুদ্ধে তদন্ত
নারী ও শিশুদের অশ্লীল ডিপফেক ছবি ছড়িয়ে পড়ার ঘটনায় ইলন মাস্কের মালিকানাধীন সমাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘গ্রোক’-এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। এই ঘটনায় গ্রোকের ভূমিকা নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় কমিশন। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেন কড়া ভাষায় বলেন, ‘ডিজিটাল মাধ্যমে শিশু ও নারীদের বিবস্ত্র করার মতো অকল্পনীয় আচরণ আমরা কোনোভাবেই সহ্য করব না।’ ইউরোপীয় তথ্যপ্রযুক্তি কমিশনার হেনা ভির্ককুনেন জানিয়েছেন, ডিজিটাল সার্ভিসেস আইন-এর আওতায় এই তদন্ত চালানো হচ্ছে। গ্রোকের মাধ্যমে তৈরি বিপুল পরিমাণ অশ্লীল ও খোলামেলা ছবি সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ইউরোপজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। চাপের মুখে পড়ে ইলন মাস্ক গ্রোকের ওই বিতর্কিত ফিচার বন্ধ করতে বাধ্য হলেও বিতর্ক থামেনি। এর পরই ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয়। এর আগে একই ইস্যুতে ভারত সরকারও গ্রোককে নোটিশ পাঠিয়েছিল। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে অশ্লীল, আপত্তিকর ও যৌন উসকানিমূলক ছবি ও ভিডিও তৈরির প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তারা। এই ধরনের কনটেন
নারী ও শিশুদের অশ্লীল ডিপফেক ছবি ছড়িয়ে পড়ার ঘটনায় ইলন মাস্কের মালিকানাধীন সমাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘গ্রোক’-এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। এই ঘটনায় গ্রোকের ভূমিকা নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় কমিশন।
ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেন কড়া ভাষায় বলেন, ‘ডিজিটাল মাধ্যমে শিশু ও নারীদের বিবস্ত্র করার মতো অকল্পনীয় আচরণ আমরা কোনোভাবেই সহ্য করব না।’
ইউরোপীয় তথ্যপ্রযুক্তি কমিশনার হেনা ভির্ককুনেন জানিয়েছেন, ডিজিটাল সার্ভিসেস আইন-এর আওতায় এই তদন্ত চালানো হচ্ছে। গ্রোকের মাধ্যমে তৈরি বিপুল পরিমাণ অশ্লীল ও খোলামেলা ছবি সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ইউরোপজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
চাপের মুখে পড়ে ইলন মাস্ক গ্রোকের ওই বিতর্কিত ফিচার বন্ধ করতে বাধ্য হলেও বিতর্ক থামেনি। এর পরই ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয়।
এর আগে একই ইস্যুতে ভারত সরকারও গ্রোককে নোটিশ পাঠিয়েছিল। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে অশ্লীল, আপত্তিকর ও যৌন উসকানিমূলক ছবি ও ভিডিও তৈরির প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তারা। এই ধরনের কনটেন্ট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে নারীদের সম্মানহানি হয় এবং যৌন হেনস্তাকে স্বাভাবিক ঘটনা হিসেবে প্রতিষ্ঠা করার ঝুঁকি তৈরি হয়।
ভারত সরকারের চাপের মুখে শেষ পর্যন্ত নতিস্বীকার করে এক্স। যেসব কনটেন্টকে অশ্লীল ও আপত্তিকর হিসেবে চিহ্নিত করা হয়েছিল, সেগুলো ব্লক করার প্রক্রিয়া শুরু করে সংস্থাটি। এই ঘটনার পর কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ ও দায়িত্ববোধ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে বিশ্বজুড়ে।
আরও পড়ুন
বিনামূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন এক্সে
এক্সে আয়ের নতুন নিয়ম আনলেন ইলন মাস্ক
সূত্র: দ্য গার্ডিয়ান
কেএসকে
What's Your Reaction?