সৌদিতে কঠোর অভিযান, ১১৬ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

সৌদি আরবে দুর্নীতিবিরোধী ব্যাপক অভিযান চালানো হয়েছে। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার অন্তত ১১৬ জন কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। নজরদারি ও দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ ‘নাজাহা’-এর পরিচালিত একাধিক তদন্তের পর এই গ্রেপ্তার অভিযান চালানো হয় বলে জানিয়েছে আরবি দৈনিক ওকাজ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  নাজাহা জানিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে দেশজুড়ে পরিচালিত অভিযানে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মোট ৪৬৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় কর্তৃপক্ষ ১ হাজার ৪৪০টি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে। জিজ্ঞাসাবাদের আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে স্বরাষ্ট্র, পৌর ও আবাসন, শিক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। নাজাহা’র বিবৃতিতে বলা হয়েছে, এসব তদন্ত ঘুষ ও সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিচার বিভাগের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে। এসব মামলায় ১১৬ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী

সৌদিতে কঠোর অভিযান, ১১৬ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার
সৌদি আরবে দুর্নীতিবিরোধী ব্যাপক অভিযান চালানো হয়েছে। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার অন্তত ১১৬ জন কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। নজরদারি ও দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ ‘নাজাহা’-এর পরিচালিত একাধিক তদন্তের পর এই গ্রেপ্তার অভিযান চালানো হয় বলে জানিয়েছে আরবি দৈনিক ওকাজ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  নাজাহা জানিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে দেশজুড়ে পরিচালিত অভিযানে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মোট ৪৬৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় কর্তৃপক্ষ ১ হাজার ৪৪০টি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে। জিজ্ঞাসাবাদের আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে স্বরাষ্ট্র, পৌর ও আবাসন, শিক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। নাজাহা’র বিবৃতিতে বলা হয়েছে, এসব তদন্ত ঘুষ ও সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিচার বিভাগের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে। এসব মামলায় ১১৬ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তাদের মধ্যে কয়েকজনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। নাজাহা আরও জানিয়েছে, সর্বশেষ এই অভিযান সরকারি খাতের সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধ, জবাবদিহি নিশ্চিতকরণ এবং জনসাধারণের অর্থ সুরক্ষার ক্ষেত্রে তাদের চলমান অঙ্গীকারের প্রতিফলন। গালফ নিউজ জানিয়েছে, কর্তৃপক্ষ জনগণকে আর্থিক বা প্রশাসনিক দুর্নীতির যে কোনো সন্দেহজনক তথ্য তাদের নির্ধারিত মাধ্যমে জানাতে আহ্বান জানিয়েছে। এ জন্য টোল-ফ্রি নম্বর ৯৮০ অথবা নাজাহা’র ওয়েবসাইট ব্যবহারের অনুরোধ করা হয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow