সৌদিতে কমছে প্রবাসীদের কাজের সুযোগ, নতুন নির্দেশনা জারি

সৌদি আরবে স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান বাড়াতে মার্কেটিং ও বিক্রয় খাতে ‘সৌদিকরণ’ হার ৬০ শতাংশে উন্নীত করার নতুন নির্দেশনা জারি করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। এই সিদ্ধান্তের আওতায় বেসরকারি খাতের অন্তত ১৮টি পেশায় সৌদি নাগরিক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  এই সিদ্ধান্তের ফলে দেশটির বেসরকারি খাতে কর্মরত হাজার হাজার প্রবাসী কর্মী, বিশেষ করে দক্ষিণ এশিয়ার বিপণন ব্যবসায়ীরা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।  মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, তিন বা ততোধিক কর্মী রয়েছে; এমন বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিং সংক্রান্ত পদে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দিতে হবে। এসব পদের মধ্যে রয়েছে মার্কেটিং ও বিজ্ঞাপন ব্যবস্থাপক, বিজ্ঞাপন এজেন্ট, মার্কেটিং বিশেষজ্ঞ, গ্রাফিক ও বিজ্ঞাপন ডিজাইনার, জনসংযোগ পেশাজীবী এবং আলোকচিত্রী। এই সিদ্ধান্ত ঘোষণার তিন মাস পর থেকে কার্যকর হবে। এ ছাড়া এসব পদের জন্য ন্যূনতম মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল। একই সঙ্গে বিক্রয় খাতেও ৬০ শতাংশ সৌদিকরণ হা

সৌদিতে কমছে প্রবাসীদের কাজের সুযোগ, নতুন নির্দেশনা জারি
সৌদি আরবে স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান বাড়াতে মার্কেটিং ও বিক্রয় খাতে ‘সৌদিকরণ’ হার ৬০ শতাংশে উন্নীত করার নতুন নির্দেশনা জারি করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। এই সিদ্ধান্তের আওতায় বেসরকারি খাতের অন্তত ১৮টি পেশায় সৌদি নাগরিক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  এই সিদ্ধান্তের ফলে দেশটির বেসরকারি খাতে কর্মরত হাজার হাজার প্রবাসী কর্মী, বিশেষ করে দক্ষিণ এশিয়ার বিপণন ব্যবসায়ীরা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।  মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, তিন বা ততোধিক কর্মী রয়েছে; এমন বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিং সংক্রান্ত পদে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দিতে হবে। এসব পদের মধ্যে রয়েছে মার্কেটিং ও বিজ্ঞাপন ব্যবস্থাপক, বিজ্ঞাপন এজেন্ট, মার্কেটিং বিশেষজ্ঞ, গ্রাফিক ও বিজ্ঞাপন ডিজাইনার, জনসংযোগ পেশাজীবী এবং আলোকচিত্রী। এই সিদ্ধান্ত ঘোষণার তিন মাস পর থেকে কার্যকর হবে। এ ছাড়া এসব পদের জন্য ন্যূনতম মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল। একই সঙ্গে বিক্রয় খাতেও ৬০ শতাংশ সৌদিকরণ হার প্রযোজ্য করা হয়েছে। এর আওতায় পড়বে সেলস ম্যানেজার, খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধি, আইটি ও যোগাযোগ সরঞ্জাম বিক্রয় বিশেষজ্ঞ এবং কমার্শিয়াল স্পেশালিস্টসহ বিভিন্ন পেশা। এই নির্দেশনাও তিন মাসের গ্রেস পিরিয়ড শেষে কার্যকর হবে। মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই পদক্ষেপের লক্ষ্য হলো শ্রমবাজারকে আরও আকর্ষণীয় করে তোলা, সৌদি নাগরিকদের জন্য উচ্চমানের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং চাকরির স্থিতিশীলতা বৃদ্ধি করা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow