সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের একথা বলেছেন। নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তথ্য অনুযায়ী, একটি এফ-৩৫ যুদ্ধবিমানের গড় মূল্য প্রায় সাড়ে ৮২ মিলিয়ন ডলার। ট্রাম্প বলেন, আমরা এফ-৩৫ বিমান বিক্রি করতে যাচ্ছি। তারা আমাদের দারুণ মিত্র। দুই নেতা স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউজে বৈঠকে মিলিত হবেন। সাত বছর আগে সাংবাদিক জামাল খাসোগজি হত্যাকাণ্ডের পর সালমান এই প্রথম হোয়াইট হাউজে আসছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা পর্যালোচনায় বলা হয়েছিলো জামাল খাসোগজির বিরুদ্ধে অপারেশনের অনুমোদন দিয়েছিলেন যুবরাজ সালমান। তবে তিনি ওই হত্যাকাণ্ডে কোনো ধরনের ভূমিকা থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। মোহাম্মদ বিন সালমান সবশেষ ২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদের সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। ওই বছরেই খাসোগজি ইস্তান্বুলে হত্যাকাণ্ডের শিকার হন। ট্রাম্প ও যুবরাজ গত মে মাসে রিয়াদে সাক্ষাৎ করেছেন। সেখানেই যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে সম্মত হয়।

সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের একথা বলেছেন।

নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তথ্য অনুযায়ী, একটি এফ-৩৫ যুদ্ধবিমানের গড় মূল্য প্রায় সাড়ে ৮২ মিলিয়ন ডলার।

ট্রাম্প বলেন, আমরা এফ-৩৫ বিমান বিক্রি করতে যাচ্ছি। তারা আমাদের দারুণ মিত্র।

দুই নেতা স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউজে বৈঠকে মিলিত হবেন। সাত বছর আগে সাংবাদিক জামাল খাসোগজি হত্যাকাণ্ডের পর সালমান এই প্রথম হোয়াইট হাউজে আসছেন।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা পর্যালোচনায় বলা হয়েছিলো জামাল খাসোগজির বিরুদ্ধে অপারেশনের অনুমোদন দিয়েছিলেন যুবরাজ সালমান। তবে তিনি ওই হত্যাকাণ্ডে কোনো ধরনের ভূমিকা থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

মোহাম্মদ বিন সালমান সবশেষ ২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদের সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। ওই বছরেই খাসোগজি ইস্তান্বুলে হত্যাকাণ্ডের শিকার হন।

ট্রাম্প ও যুবরাজ গত মে মাসে রিয়াদে সাক্ষাৎ করেছেন। সেখানেই যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে সম্মত হয়। সৌদি আরব যুক্তরাষ্ট্রের অস্ত্রের বড় ক্রেতা।

সূত্র: বিবিসি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow