সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক সৌদি আরব প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের মুখে চেতনানাশক স্প্রে দিয়ে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে ৩/৪ জনের একটি ডাকাতদল। সোমবার (১৫ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের ২নং গুজিয়াম ধনিয়াচালা খান বাড়ি মৃত ইসমাইল খানের ছেলে সৌদি আরব প্রবাসী ছাইফুল ইসলাম খানের (৪৫) বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ত্রিশাল থানায় অভিযোগ সূত্র ও সরজমিনে জানা যায়, উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের গুজিয়াম ধনিয়াচালা এলাকার সাইফুল ইসলাম খান দীর্ঘ ২৬ বছর ধরে সৌদি আরবে থাকেন। বাড়িতে তার স্ত্রী-সন্তান ছাড়া আর কেউ থাকেন না। ভুক্তভোগী প্রবাসী ছাইফুল ইসলাম খানের স্ত্রী নাসরিন আক্তার বলেন, আমাদের বাসায় কোনো পুরুষ না থাকায় সংঘবদ্ধ একদল ডাকাত বাসায় ঢুকে লোহার সাবাল দিয়ে দরজা ভেঙে আমাদের ছোট সন্তানের গলায় ছুরি ও অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিসহ সবকিছু তছনছ করে আলমারি থেকে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। আমরা পুরো পথে নেমে গেছি। ডাকাতদল আমাদের পুরো নিঃস্ব করে দিয়েছে। প্রশাসনের কাছে এ

সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক সৌদি আরব প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের মুখে চেতনানাশক স্প্রে দিয়ে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে ৩/৪ জনের একটি ডাকাতদল।

সোমবার (১৫ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের ২নং গুজিয়াম ধনিয়াচালা খান বাড়ি মৃত ইসমাইল খানের ছেলে সৌদি আরব প্রবাসী ছাইফুল ইসলাম খানের (৪৫) বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ত্রিশাল থানায় অভিযোগ সূত্র ও সরজমিনে জানা যায়, উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের গুজিয়াম ধনিয়াচালা এলাকার সাইফুল ইসলাম খান দীর্ঘ ২৬ বছর ধরে সৌদি আরবে থাকেন। বাড়িতে তার স্ত্রী-সন্তান ছাড়া আর কেউ থাকেন না।

ভুক্তভোগী প্রবাসী ছাইফুল ইসলাম খানের স্ত্রী নাসরিন আক্তার বলেন, আমাদের বাসায় কোনো পুরুষ না থাকায় সংঘবদ্ধ একদল ডাকাত বাসায় ঢুকে লোহার সাবাল দিয়ে দরজা ভেঙে আমাদের ছোট সন্তানের গলায় ছুরি ও অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিসহ সবকিছু তছনছ করে আলমারি থেকে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। আমরা পুরো পথে নেমে গেছি। ডাকাতদল আমাদের পুরো নিঃস্ব করে দিয়েছে। প্রশাসনের কাছে এ ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করে আমাদের বেঁচে থাকার সম্বলগুলো উদ্ধার করে দেওয়া ও তাদের শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে সৌদি আরব প্রবাসী ছাইফুল ইসলাম খানের বাড়ির আশপাশের লোকজন নাজমুল, মানিক ও রত্না বলেন, আমরা ভোর রাতে প্রবাসী ছাইফুল ইসলাম খানের ঘরে কান্নাকাটির শব্দ শুনে ছুটে এসে দেখি তাদের ঘরের বারান্দার লোহার গ্রিলের গেটের তালাসহ ছিটকিনি কাটা এবং তাদের ঘরের ভেতরে ও বাইরে বেশ কিছু লাগেজ ভাঙা অবস্থায় পড়ে আছে এবং আলমারির ড্রায়ার ভাঙা। প্রবাসী ছাইফুল ইসলাম খান দীর্ঘ ২৬ বছর ধরে স্ত্রী সন্তানের জন্য যা সোনাদানা এনেছিলেন সবকিছু ডাকাতদল নিয়ে গেছে। এ পরিবারটি আজ পথে বসে গেছে। আমরা সরকারের কাছে একটাই আবেদন দ্রুত ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তার করে মালামাল উদ্ধার করার ব্যবস্থা নেবেন। 

এ বিষয়ে সৌদি আরব প্রবাসী ছাইফুল ইসলাম খান (৪৫) মোবাইল ফোনে বলেন, আমি শেষ হয়ে গেছি। আপনারা সবাই আমাকে একটু সহযোগিতা করেন। আমার মেয়েদের বিয়ের জন্য আনা ১০ ভরি সোনার অলংকার উদ্ধার করে দেন। আমি দীর্ঘ ২৭ বছর ধরে সৌদি আরব প্রবাসী। আমার জন্য একটা কিছু করুন প্লিজ। 

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন কালবেলাকে বলেন, এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow