স্কুল ভর্তিতে বয়সসীমা নিয়ে মাউশির নতুন নির্দেশনা
সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির বয়সসীমা তুলে দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার মাউশির জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মাউশির মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি হতে আর বয়সসীমা বাধা হবে না। বয়সজনিত কারণে যেসব শিক্ষার্থী আবেদন করতে পারছিল না, তারাও এখন আবেদন করতে পারবে। তবে শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনে নির্ধারিত বয়সসীমার বিষয়টি অভিভাবকদের খেয়াল রাখতে হবে বলে জানিয়েছে মাউশি। ভর্তির সংশোধিত নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের বয়স অনুযায়ী পরবর্তী শ্রেণিতে বয়স নির্ধারণের ধারাটি বাদ দেওয়া হয়েছে। ফলে প্রথম শ্রেণি ছাড়া অন্য শ্রেণিতে বয়সসীমার বিধান আর থাকছে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে অনলাইন ভর্তি আবেদন চলছে। এ প্রেক্ষাপটে ১৩ নভেম্বর প্রকাশিত নীতিমালার অনুচ্ছেদ-২–এর বয়স নির্ধারণ অংশ সংশোধন করা হয়েছে। সংশোধিত নীতিতে বলা হয়, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী ৬ বছরের বেশি বয়সীরা
সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির বয়সসীমা তুলে দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার মাউশির জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মাউশির মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি হতে আর বয়সসীমা বাধা হবে না। বয়সজনিত কারণে যেসব শিক্ষার্থী আবেদন করতে পারছিল না, তারাও এখন আবেদন করতে পারবে। তবে শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনে নির্ধারিত বয়সসীমার বিষয়টি অভিভাবকদের খেয়াল রাখতে হবে বলে জানিয়েছে মাউশি।
ভর্তির সংশোধিত নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের বয়স অনুযায়ী পরবর্তী শ্রেণিতে বয়স নির্ধারণের ধারাটি বাদ দেওয়া হয়েছে। ফলে প্রথম শ্রেণি ছাড়া অন্য শ্রেণিতে বয়সসীমার বিধান আর থাকছে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে অনলাইন ভর্তি আবেদন চলছে। এ প্রেক্ষাপটে ১৩ নভেম্বর প্রকাশিত নীতিমালার অনুচ্ছেদ-২–এর বয়স নির্ধারণ অংশ সংশোধন করা হয়েছে। সংশোধিত নীতিতে বলা হয়, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী ৬ বছরের বেশি বয়সীরা ভর্তি নিশ্চিত করবে। তবে ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ১ জানুয়ারি ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০১৮-এর মধ্যে হতে হবে। অর্থাৎ সর্বনিম্ন বয়স ৫ বছর এবং সর্বোচ্চ ৭ বছর।
ভর্তির আবেদন করতে অনলাইন জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত সুবিধা প্রযোজ্য হবে।
বয়সসীমা তুলে নেওয়ার কারণ ব্যাখ্যা করে মাউশির সহকারী পরিচারক এস এম জিয়াউল হায়দার হেনরী বলেন, বয়সজনিত জটিলতা নিয়ে বহু অভিযোগ আসছিল। অনেক অভিভাবক সন্তানের ভর্তির আবেদন করতে পারছিলেন না। এজন্য দ্বিতীয় থেকে নবম শ্রেণির বয়সসীমা শিথিল করা হয়েছে।
What's Your Reaction?