স্টিক-অন নেলসে মিনিটেই পান নখের ট্রেন্ড লুক

ব্যস্ত জীবনে নখের নিখুঁত লুক পেতে ঘণ্টার পর ঘণ্টা পার্লারে বসে থাকার দিন শেষ। ফ্যাশন দুনিয়ায় নেইল আর্ট এখন রীতিমতো আলোচিত একটি ট্রেন্ড, আর এর সহজতম রূপ হলো স্টিক-অন নেলস। কয়েক মিনিটেই নখে এনে দেয় ঝলমলে, পরিষ্কার ও গ্ল্যামারাস লুক যেকোনো ঝামেলা ছাড়াই। স্টিক-অন নেলসের জনপ্রিয়তার মূল কারণ এর ডিজাইনের বৈচিত্র্যতার জন্য। গ্লসি, ম্যাট, ন্যুড, ক্রোম, গ্লিটার, মার্বেল, ফ্রেঞ্চ বা থ্রিডি আর্ট যে ধরণের চান, সেটাই পাওয়া যায়। অফিস, কলেজ, পার্টি বা উৎসবে প্রতিটি উপলক্ষের জন্য আছে আলাদা লুক। অ্যাক্রিলিকের ঝামেলা নয়বারবার অ্যাক্রিলিক বা জেল করলে নখের ক্ষতি হয়। কিন্তু স্টিক-অন নেলসে সেই ঝুঁকি নেই। সঠিকভাবে লাগালে ৫-৭ দিন আরামে টিকে যায়। খুলতে লাগবে না কোনো কেমিক্যালও। শুধু হালকা গরম পানিতে ভিজিয়ে রাখলেই নখটি নিজে থেকে আলগা হয়ে আসে। যেভাবে ব্যবহার করবেননখ পরিষ্কার করে শুকিয়ে নিন, তারপর স্টিক-অন নেলের দেওয়া আঠা বা প্রি-গ্লু সারফেস চেপে বসিয়ে দিন। এভাবে কয়েক সেকেন্ডেই সেট হয়ে যাবে। কোনো ডিজাইন বড় হলে সহজেই কেটে নিজের নখের মতো করে নেওয়া যায়। স্টিক-অন নেলস এখন সত্যিই গ্ল্যামের নতুন সংজ্ঞা। প্রতিদিনের লু

স্টিক-অন নেলসে মিনিটেই পান নখের ট্রেন্ড লুক

ব্যস্ত জীবনে নখের নিখুঁত লুক পেতে ঘণ্টার পর ঘণ্টা পার্লারে বসে থাকার দিন শেষ। ফ্যাশন দুনিয়ায় নেইল আর্ট এখন রীতিমতো আলোচিত একটি ট্রেন্ড, আর এর সহজতম রূপ হলো স্টিক-অন নেলস। কয়েক মিনিটেই নখে এনে দেয় ঝলমলে, পরিষ্কার ও গ্ল্যামারাস লুক যেকোনো ঝামেলা ছাড়াই।

স্টিক-অন নেলসের জনপ্রিয়তার মূল কারণ এর ডিজাইনের বৈচিত্র্যতার জন্য। গ্লসি, ম্যাট, ন্যুড, ক্রোম, গ্লিটার, মার্বেল, ফ্রেঞ্চ বা থ্রিডি আর্ট যে ধরণের চান, সেটাই পাওয়া যায়। অফিস, কলেজ, পার্টি বা উৎসবে প্রতিটি উপলক্ষের জন্য আছে আলাদা লুক।

অ্যাক্রিলিকের ঝামেলা নয়
বারবার অ্যাক্রিলিক বা জেল করলে নখের ক্ষতি হয়। কিন্তু স্টিক-অন নেলসে সেই ঝুঁকি নেই। সঠিকভাবে লাগালে ৫-৭ দিন আরামে টিকে যায়। খুলতে লাগবে না কোনো কেমিক্যালও।
শুধু হালকা গরম পানিতে ভিজিয়ে রাখলেই নখটি নিজে থেকে আলগা হয়ে আসে।

যেভাবে ব্যবহার করবেন
নখ পরিষ্কার করে শুকিয়ে নিন, তারপর স্টিক-অন নেলের দেওয়া আঠা বা প্রি-গ্লু সারফেস চেপে বসিয়ে দিন। এভাবে কয়েক সেকেন্ডেই সেট হয়ে যাবে। কোনো ডিজাইন বড় হলে সহজেই কেটে নিজের নখের মতো করে নেওয়া যায়।

স্টিক-অন নেলসে মিনিটেই পান নখের ট্রেন্ড লুক

স্টিক-অন নেলস এখন সত্যিই গ্ল্যামের নতুন সংজ্ঞা। প্রতিদিনের লুকেও একটু স্টাইল যোগ করতে চাইলে সপ্তাহে দুই-তিনবারই সহজে বদলে ফেলা যায় নেল লুক।

অফিস, পার্টি, কলেজ কিংবা বাইরে ঘোরাঘুরি-যে কোনো সময়, কোনো ঝামেলা ছাড়াই স্টিক-অন নেলস ব্যবহার করে নখে আনা যায় আকর্ষণীয় ও স্মার্ট গ্ল্যাম লুক।

স্টিক-অন নেলস হলো আজকের ফ্যাশনসচেতন প্রজন্মের দ্রুত, স্টাইলিশ এবং ঝামেলাহীন সৌন্দর্যের সেরা বিকল্প। কয়েক মিনিটেই নখ পেয়ে যায় স্মার্ট লুক তাহলে আর পার্লারে সময় নষ্ট বা ঝামেলারও প্রয়োজন নেই!

সূত্র: নেলনিট, বি বিউটিফুল, ভোগ

আরও পড়ুন
শীতে রুক্ষ হাত-পায়ের যত্নের সেরা সময় রাতের কেয়ার
কমলা খেয়ে খোসা না ফেলে মুখে মাখবেন যে কারণে

এসএকেওয়াই/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow