স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে প্যারোল না দেওয়ায় জাসদের ক্ষোভ

কারাবন্দি বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীর শিশু সন্তানসহ আত্মহত্যার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। একইসঙ্গে স্ত্রী-সন্তানের জানাজা ও দাফনে অংশগ্রহণের জন্য সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে দলটি। রোববার (২৫ জানুয়ারি) জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।  বিবৃতিতে বলা হয়, প্রতিকারহীন অন্যায় ও অবিচারের মানসিক চাপ সহ্য করতে না পেরেই শিশুসহ কারাবন্দি সাদ্দামের স্ত্রী আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। এই মর্মান্তিক ঘটনার পরও সাদ্দামকে তার স্ত্রী ও সন্তানের জানাজা ও দাফনে অংশ নিতে প্যারোল না দেওয়া চরম নিষ্ঠুরতার পরিচয়। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের ঘটনা মবতান্ত্রিক প্রতিহিংসাপরায়ণ রাজনীতির বহিঃপ্রকাশ। ইউনূস সরকারের সময়ে রাষ্ট্র ও সরকারের পাশাপাশি ইউনূসের নেতৃত্বে তথাকথিত জাতীয় ঐকমত্যে শামিল রাজনৈতিক দলগুলোর নিষ্ঠুর প্রতিহিংসার রাজনীতির প্রামাণিক দলিল হিসেবে এ ঘটনা ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। জাসদ নেতারা বলেন, এ ধরনের মবতান্ত্রিক ও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা মানুষের মৌলিক মান

স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে প্যারোল না দেওয়ায় জাসদের ক্ষোভ

কারাবন্দি বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীর শিশু সন্তানসহ আত্মহত্যার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। একইসঙ্গে স্ত্রী-সন্তানের জানাজা ও দাফনে অংশগ্রহণের জন্য সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে দলটি।

রোববার (২৫ জানুয়ারি) জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, প্রতিকারহীন অন্যায় ও অবিচারের মানসিক চাপ সহ্য করতে না পেরেই শিশুসহ কারাবন্দি সাদ্দামের স্ত্রী আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। এই মর্মান্তিক ঘটনার পরও সাদ্দামকে তার স্ত্রী ও সন্তানের জানাজা ও দাফনে অংশ নিতে প্যারোল না দেওয়া চরম নিষ্ঠুরতার পরিচয়।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের ঘটনা মবতান্ত্রিক প্রতিহিংসাপরায়ণ রাজনীতির বহিঃপ্রকাশ। ইউনূস সরকারের সময়ে রাষ্ট্র ও সরকারের পাশাপাশি ইউনূসের নেতৃত্বে তথাকথিত জাতীয় ঐকমত্যে শামিল রাজনৈতিক দলগুলোর নিষ্ঠুর প্রতিহিংসার রাজনীতির প্রামাণিক দলিল হিসেবে এ ঘটনা ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে।

জাসদ নেতারা বলেন, এ ধরনের মবতান্ত্রিক ও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা মানুষের মৌলিক মানবিক অধিকারকেও পদদলিত করছে। তারা এই নিষ্ঠুর শাসনের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে জাসদের পক্ষ থেকে নিহত মা ও শিশুর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow