স্থানীয় জনপ্রতিনিধিদের সমর্থন পেলেন বিএনপি প্রার্থী অপু

শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে সমর্থন জানিয়েছেন ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাজী অরুন হাওলাদার, সাবেক চেয়ারম্যান আলী আজগর ফরিদী, সাবেক চেয়ারম্যান দেলোয়ার সরদারসহ মহিষার ইউনিয়নের একাধিক ইউপি সদস্য। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মহিষার ইউনিয়নের বিভিন্ন এলাকায় আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব জনপ্রতিনিধি প্রকাশ্যে মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। ভেদরগঞ্জ উপজেলার সাবেক পৌর মেয়রের বাসভবন চোকদার বাড়িতে অনুষ্ঠিত ওই সাক্ষাতে তিনি রাজনৈতিক ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান জানান। সৌজন্য সাক্ষাতে তিনি বলেন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমরা সবাই মিলে নতুন করে শরীয়তপুর গড়ে তুলতে চাই। আমার ওপর যে অত্যাচার হয়েছে, তার বিচার আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। ভেদরগঞ্জের আওয়ামী লীগের মানুষ যে ভালোবাসা দেখিয়েছেন, তাতে আমি মুগ্ধ। তিনি আরও বলেন, যে কাজগুলো অসম্পূর্ণ রয়ে গেছে, সেগুলো সম্পূর্ণ করতে আমি, আমার দল বিএনপি এবং সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি প্রশাসনিকভাবে যেন

স্থানীয় জনপ্রতিনিধিদের সমর্থন পেলেন বিএনপি প্রার্থী অপু

শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে সমর্থন জানিয়েছেন ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাজী অরুন হাওলাদার, সাবেক চেয়ারম্যান আলী আজগর ফরিদী, সাবেক চেয়ারম্যান দেলোয়ার সরদারসহ মহিষার ইউনিয়নের একাধিক ইউপি সদস্য।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মহিষার ইউনিয়নের বিভিন্ন এলাকায় আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব জনপ্রতিনিধি প্রকাশ্যে মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।

ভেদরগঞ্জ উপজেলার সাবেক পৌর মেয়রের বাসভবন চোকদার বাড়িতে অনুষ্ঠিত ওই সাক্ষাতে তিনি রাজনৈতিক ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাতে তিনি বলেন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমরা সবাই মিলে নতুন করে শরীয়তপুর গড়ে তুলতে চাই। আমার ওপর যে অত্যাচার হয়েছে, তার বিচার আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। ভেদরগঞ্জের আওয়ামী লীগের মানুষ যে ভালোবাসা দেখিয়েছেন, তাতে আমি মুগ্ধ।

তিনি আরও বলেন, যে কাজগুলো অসম্পূর্ণ রয়ে গেছে, সেগুলো সম্পূর্ণ করতে আমি, আমার দল বিএনপি এবং সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি প্রশাসনিকভাবে যেন কেউ হয়রানির শিকার না হয়— এই প্রত্যাশা করি।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন ও মোড়ল বাড়ির পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং উপজেলা ও পৌর এলাকার মুক্তিযোদ্ধাদের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। সকাল ১১টায় ভেদরগঞ্জ উপজেলার ১০৫ দক্ষিণ লাকার্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুপুরে মহিষার ইউনিয়নের ২১ নম্বর পম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষাই ভবিষ্যৎ গড়ার মূল শক্তি। নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।”

একই দিনে দুপুরে মহিষার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে হিন্দু সম্প্রদায়ের দুটি মন্দিরকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্ব নিরসনে উদ্যোগ নেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ সমাধানের পাশাপাশি মন্দিরগুলোর প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।
পরে তিনি মহিষার ইউনিয়নের অসুস্থ ইউপি সদস্য গিয়াস উদ্দিনকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে হিন্দু সম্প্রদায়ের দাস বাড়িতে আয়োজিত কীর্তনে অংশগ্রহণ করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। সেখানে তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ সমাজ গঠনের আহ্বান জানান।

এদিন সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের মহিষার বাজার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সময় কাটান তিনি। এ সময় তিনি স্থানীয় একটি টং দোকানে বসে পিঠা খান এবং বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন।

মহিষার ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের সমর্থন প্রসঙ্গে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মহিষার ইউনিয়নের জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের এই ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। সবাইকে সঙ্গে নিয়ে ভেদরগঞ্জ ও শরীয়তপুরের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, আসলাম হোসেন মাঝি, বিএম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, জাকির পালোয়ানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow