স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুললেন সাবেক এমপি আনোয়ারুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র/বিদ্রোহী প্রার্থী হিসেবে এবার মনোনয়ন ফরম তুললেন সাবেক এমপি ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম আনোয়ারুল ইসলাম।রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৪টায় চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরীর কাছ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন এই বিএনপি নেতা।এ সময় উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস আলো, চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন, বিএনপি নেতা মজিবর রহমান, সাবেক চেয়ারম্যান নজির সরকার।এ সময় কে এম আনোয়ারুল ইসলাম, তাঁর কর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানান সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী।সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা কামনা করে কে এম আনোয়ারুল ইসলাম বলেন, 'আমি এতদিন অপেক্ষা করছিলাম এবং এখনো অপেক্ষা করছি। আমার এলাকার জনগণের অনুরোধ এবং জোরাজুরিতে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুললেন সাবেক এমপি আনোয়ারুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র/বিদ্রোহী প্রার্থী হিসেবে এবার মনোনয়ন ফরম তুললেন সাবেক এমপি ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম আনোয়ারুল ইসলাম।

রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৪টায় চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরীর কাছ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন এই বিএনপি নেতা।

এ সময় উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস আলো, চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন, বিএনপি নেতা মজিবর রহমান, সাবেক চেয়ারম্যান নজির সরকার।

এ সময় কে এম আনোয়ারুল ইসলাম, তাঁর কর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানান সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা কামনা করে কে এম আনোয়ারুল ইসলাম বলেন, 'আমি এতদিন অপেক্ষা করছিলাম এবং এখনো অপেক্ষা করছি। আমার এলাকার জনগণের অনুরোধ এবং জোরাজুরিতে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হবে। পাবনা-৩ এলাকার মানুষ আমাকে সংসদ সদস্য হিসেবে চায়। আমি শেষ পর্যন্ত মাঠে থাকব।' এজন্য তিনি এলাকার মানুষের দোয়া প্রার্থনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow