স্বাধীনতার অকাট্য দলিল ‘রাইফেল, রোটি, আওরাত’
উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ কাল্পনিক চরিত্র শিল্পী আমন। ২৫ মার্চ রাতে যিনি হারিয়েছেন তাঁর সন্তানকে। আর স্ত্রীকে তারা ধরে নিয়ে গেছে তাদের নির্মিত যৌনপল্লিতে। এই দুঃখ সইতে না পেরে উন্মাদ হয়ে যান তিনি। সুদীপ্তর সঙ্গে তাঁর দেখা হয় নীলক্ষেত মোড়ে। মিলিটারি দেখে চিৎকার করে বলছিলেন, ‘হাম গোলি করেগা, গোলি খায়েগা।’ মিলিটারি আর বসেই থাকবে কেন? ছুড়ল গুলি।
উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ কাল্পনিক চরিত্র শিল্পী আমন। ২৫ মার্চ রাতে যিনি হারিয়েছেন তাঁর সন্তানকে। আর স্ত্রীকে তারা ধরে নিয়ে গেছে তাদের নির্মিত যৌনপল্লিতে। এই দুঃখ সইতে না পেরে উন্মাদ হয়ে যান তিনি। সুদীপ্তর সঙ্গে তাঁর দেখা হয় নীলক্ষেত মোড়ে। মিলিটারি দেখে চিৎকার করে বলছিলেন, ‘হাম গোলি করেগা, গোলি খায়েগা।’ মিলিটারি আর বসেই থাকবে কেন? ছুড়ল গুলি।